ঘটনার সূত্রপাত গত বছরের অগাস্ট মাসের শুরুতে। শিবপ্রসাদ দাস এবং আরও এক ব্যক্তি মিলে ‘ইনডিড ইন্ডিয়া’ নামে একটি অ্যাপ তৈরি করে। সেটির মাধ্যমে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতে শুরু করে। এই অ্যাপের মাধ্যমেই টাটা গোষ্ঠীর সংস্থায় চাকরির আবেদন করেন অভিযোগকারী।
প্রতারণার অভিযোগে ধৃত ১। প্রতীকী ছবি
চাকরির অ্যাপ বানিয়ে এক যুবককে প্রতারণার অভিযোগ উঠল। প্রায় ৭ লক্ষ ৭০ হাজার টাকা প্রতারণা করা হয়েছে। টাটা গোষ্ঠীর সংস্থায় চাকরি দেওয়া নাম করে কলকাতার রিজেন্ট পার্ক এলাকার এক বাসিন্দার সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ শিবপ্রসাদ দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতকে আদালতে তোলা হলে তার পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
তদন্তে নেমে পুলিশ শিবপ্রসাদকে গ্রেফতার করে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় একটি মোবাইল ফোন। জানা গিয়েছে, ধৃত পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের বাসিন্দা। শিবপ্রসাদ দাসের নামে একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অভিযোগকারী ৪ লক্ষ ৩২ হাজার টাকা জমা দিয়েছিলেন। তদন্তকারীরা জানতে পারেন, এই অ্যাকাউন্টে প্রায় ৪৬ লক্ষ টাকা রয়েছে। আরও বহু যুবকের কাছ থেকে ওই টাকা নেওয়া হয়েছিল বলে তদন্তে জন গিয়েছে।