
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ক্রিকেটপ্রেমী, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স-এর সমর্থকদের জন্য দারুণ খবর! আগামী শনিবার যাঁরা কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল খেলা দেখতে আসবেন, ম্যাচ শেষ হওয়ার পর বাড়ি ফেরার ঝক্কি তাঁদের অনেকটাই কমে যাবে। সৌজন্যে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কারণ, শুধুমাত্র আইপিএল-এর ওই ম্যাচ উপলক্ষে শনিবার মধ্যরাত পেরিয়ে যাওয়া পর - অর্থাৎ - রবিবার ভোর রাতে (ঘড়ির কাঁটা ও ক্যালেন্ডার অনুসারে - ২৩ মার্চ, ২০২৫) স্পেশাল ট্রেন চালাবে তারা। যদিও সেই পরিষেবা পেতে গেলে যাত্রীদের সামান্য কিছু বাড়তি রেস্ত খরচ করতে হবে।
এই বিষয়ে আজ (বৃহস্পতিবার - ২০ মার্চ, ২০২৫) মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে জানানো হয়েছে, 'ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল' (সিএবি) এবং 'মেসার্স গেম প্ল্য়ান স্পোর্টস প্রাইভেট লিমিটেড' (কলকাতা নাইট রাইডার্সের হয়ে) কর্তৃপক্ষ সরাসরি মেট্রোর কাছে আবেদন জানিয়েছিল, যাতে ক্রিকেটপ্রেমীদের সুবিধার্থে শনিবারের ম্যাচের পর স্পেশাল ট্রেন চালানো হয়।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই জোড়া আবেদনের প্রেক্ষিতেই সিদ্ধান্ত নিয়েছে - আগামী রবিবার ভোর রাতে শুধুমাত্র এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে কলকাতার মেট্রোর ব্লু লাইন এবং গ্রিন লাইন-২ রুটে বিশেষ ট্রেন চালানো হবে। ফলত, কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ শেষ হলেই সরাসরি মেট্রোয় নিজেদের গন্তব্যে বা তার কাছাকাছি এলাকায় পৌঁছে যেতে পারবেন দলের সমর্থক তথা ম্যাচের সমস্ত দর্শকরা। এতে কলকাতা, হাওড়া এবং শহরতলির ক্রীড়াপ্রেমীরা বিশেষ উপকৃত হবেন।
মেট্রোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শনিবারের ম্যাচ শেষ হয়ে গেলে, মধ্যরাতের পর বেশ কিছুক্ষণ শুধুমাত্র এসপ্ল্যানেডের নতুন ও পুরোনো মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারগুলি খোলা থাকবে। সেখানকার বুকিং কাউন্টার থেকেই যাত্রীরা স্মার্ট কার্ড রিচার্জ করাতে পারবেন। এছাড়া, টোকেন ও কাগজে ছাপানো কিউআর কোড-ওয়ালা টিকিটও কেনা যাবে। তবে এই বিশেষ পরিষেবা পেতে প্রত্যেক যাত্রীকে মাশুল হিসাবে অতিরিক্ত মাত্র ১০ টাকা খরচ করতে হবে।
মেট্রোর দেওয়া সময় সূচি অনুসারে - শনিবার (২২ মার্চ, ২০২৫) মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর - অর্থাৎ - রবিবার (২৩ মার্চ, ২০২৫) ভোররাত ১২টা বেজে ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে তিনটি গন্তব্যের উদ্দেশে তিনটি স্পেশাল মেট্রো ছাড়বে। তিনটি ট্রেনেরই এসপ্ল্যানেড স্টেশন ছেড়ে যাওয়ার সময় একই রাখা হয়েছে - ভোররাত ১২টা ১৫ মিনিট। এগুলি যাবে -
আপ লাইনে - অর্থাৎ - দক্ষিণেশ্বরগামী স্পেশাল ট্রেন তার অন্তিম স্টেশনে পৌঁছবে ভোররাত ১২টা ৪৮ মিনিটে।
ডাউন লাইনে - অর্থাৎ - কবি সুভাষগামী স্পেশাল ট্রেন তার অন্তিম স্টেশনে পৌঁছবে ভোররাত ১২টা ৪৮ মিনিটে।
হাওড়া ময়দানগামী স্পেশাল ট্রেন তার অন্তিম স্টেশনে পৌঁছবে ভোররাত ১২টা ২৩ মিনিটে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports