সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাশি চালিয়ে নানান নজির গড়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি। এর মধ্যে আছে কয়েক কোটি টাকা নগদ উদ্ধার থেকে শুরু করে টানা আড়াই দিন ধরে তল্লাশি। এদিকে সম্প্রতি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। সেই অভিযান নয়া নজির গড়েছে রাজ্যে। এর আগে পর্যন্ত সাম্প্রতিককালে দীর্ঘতম তল্লাশি অভিযান চলেছিল তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। ৬৫ ঘণ্টা ধরে চলে সেই তল্লাশি। তবে সেই রেকর্ড ভেঙে গিয়েছে স্বরূপের বাড়িতে। মন্ত্রীর ভাইয়ের বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা টানা ৭০ ঘণ্টা ছিলেন। (আরও পড়ুন: শনির সকালেই আলিপুরে CBI, তল্লাশি শুরু হল মহুয়া মৈত্রের ফ্ল্যাটে)
আরও পড়ুন: হেভিওয়েট মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার 'টাকার পাহাড়', ভোটের মুখে অস্বস্তিতে তৃণমূল
আরও পড়ুন: দেশে জনপ্রতিনিধি মাত্র ৫%, তবে নির্বাচনী বন্ডে তৃণমূলের চাঁদার হারে ঘুরবে মাথা
জানা গিয়েছে, আজ ভোর পৌনে পাঁচটা নাগাদ স্বরূপের বাড়ি থেকে আয়কর দফতরের আধিকারিকরা বেরিয়ে গিয়েছেন। মন্ত্রীর ভাইয়ের বাড়ি থেকে অভিযান চালানো হয়েছিল কয়েকটি রিয়েল এস্টেট সংস্থার আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে। রিপোর্ট অনুযায়ী, গত বুধবার সকাল ৭টায় স্বরূপের নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে অবস্থিত স্বরূপের ফ্ল্যাটে ঢুকেছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। আর আজ, শনিবার ভোর পৌনে ৫টা নাগাদ তদন্তকারীরা বেরিয়ে যান স্বরূপের ফ্ল্যাট ছেড়ে। তবে কেন এত দীর্ঘ তল্লাশি চলল তৃণমূলের হেভিওয়েট নেতার ভাইয়ের বাড়িতে?
আরও পড়ুন: দুর্নীতির 'মাথা' কেজরি, দাবি ইডির, BJP-কে ৪৪ কোটি চাঁদা দেওয়া ব্যবসায়ী রাজসাক্ষী