কলকাতা এবং মুম্বইয়ে ডুবোজাহাজ ও রণতরী তৈরি করে বিদেশে রফতানি করা হবে। সেজন্য ভারত এবং ফ্রান্সের প্রতিরক্ষা বিষয়ক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি মউ স্বাক্ষর করল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের আওতায় ফ্রান্সের নেভাল গ্রুপের সঙ্গে যৌথভাবে স্করপিওন ক্লাসের সাবমেরিন তৈরি করবে মুম্বইয়ের মাঝগাঁও ডকইয়ার্ড লিমিটেড। অন্যদিকে, ফ্রেঞ্চ নেভাল গ্রুপের সঙ্গেই হাত মিলিয়ে রণতরী বা যুদ্ধজাহাজ তৈরি করবে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। তারপর সেগুলি তৃতীয় কোনও দেশে রফতানি করা হবে।
আরও পড়ুন: Modi's Gift in France: চন্দনকাঠের সেতার থেকে পচমপল্লী শাড়ি! ম্যাক্রোঁ দম্পতিকে তাক লাগানো উপহার তুলে দিলেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্যারিস সফরের শেষে ভারত এবং ফ্রান্সের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, 'মেক ইন ইন্ডিয়া'-র আওতায় (ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে) সাফল্যের সঙ্গে প্রথম স্করপিওন সাবমেরিন তৈরি করা হয়েছে (পি৭৫-কালভেরি)। সেই পি৭৫ কর্মসূচির আওতায় আরও তিনটি সাবমেরিন তৈরির জন্য মউ স্বাক্ষর করেছে মাঝগাঁও ডকইয়ার্ড লিমিটেড এবং ফ্রান্সের নেভাল গ্রুপ। ভারতের সাবমেরিনের বহর এবং সেই সাবমেরিনের কার্যদক্ষতা আরও বৃদ্ধির জন্য আগামিদিনেও ভারত এবং ফ্রান্স হাতে হাত মিলিয়ে কাজ করবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
কলকাতায় যৌথভাবে যুদ্ধজাহাজ তৈরি করবে ভারত-ফ্রান্স
ভারত এবং ফ্রান্সের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভারত এবং আন্তর্জাতিক নৌবাহিনীর (অর্থাৎ অন্য কোনও দেশের নৌবাহিনী) চাহিদা পূরণের যুদ্ধজাহাজ তৈরি করার জন্য নেভাল গ্রুপ ফ্রান্সের সঙ্গে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে মউ স্বাক্ষর করেছে। কলকাতায় সেই যুদ্ধজাহাজ তৈরি করা হবে। যা বিদেশে রফতানি করা হবে। সেইসঙ্গে ভারতেরও প্রয়োজনে ব্যবহার করা হবে বলে ওই যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।