রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন দু’দিন হল। তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ করতে গেলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ২৩ নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ নেন। আর দু’দিন কাটানোর পরই আজ, শনিবার নয়াদিল্লিতে পৌঁছন। সেখানে পৌঁছেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। তারপর যান বঙ্গভবনে। এমনকী আজ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করতে পারেন তিনি বলে সূত্রের খবর।
কেন রাজ্যপাল গেলেন প্রধানমন্ত্রী সকাশে? নিয়ম অনুযায়ী, যে কোনও রাজ্যের রাজ্যপালই দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী–স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। এক্ষেত্রেও সৌজন্য সাক্ষাতের ব্যতিক্রম করলেন না বাংলার নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। আজ, শনিবার তিনি নয়াদিল্লিতে আসেন। বিমানবন্দর থেকেই নেমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান সিভি আনন্দ বোস। তারপর তিনি যান বঙ্গভবনে। প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন রাজ্যপালের কী আলোচনা হয়েছে, তা নিয়ে কেউ মুখ খোলেননি।
আর কী জানা যাচ্ছে? প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করার কথা তাঁর। তবে সেটা সন্ধ্যেবেলায় বলে মনে করা হচ্ছে। কারণ আজই গুজরাট সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেক্ষেত্রে আজ সাক্ষাৎ নাও হতে পারে। এখানে দু’দিন থাকার কথা পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপালের। ফলে আজ তাদের দেখা না হলেও দু’দিনের মধ্যে দেখা হয়ে যাবে। রাজ্যের বিষয়ে তাঁদের মধ্যে কথা হতে পারে। ফিরে এসে তিনি কোন রূপ ধারণ করেন এখন সেটাই দেখার।