দীর্ঘ কয়েক দশক পরে ফের শহরের ঘাট থেকে গাঙ্গেয় শুশুকের দেখা পেল লকডাউনের কলকাতা। বিরল দৃশ্যের সাক্ষা থাকতে গঙ্গার ঘাটে পরিবেশবিদ ও আলোকচিত্রীদের সঙ্গে জড় হলেন সাধারণও।প্রায় ৩০ বছর আগে বাবুঘাট, প্লিস্পে ঘাট, বাগবাজার-সহ কলকাতার বিভিন্ন ঘাট থেকে দেখতে পাওয়া যেত গাঙ্গেয় শুশুকদের, বিশ্বে যাদের পরিচয় ‘গ্যাঞ্জেটিক রিভার ডলফিন’ নামে। পরবর্তীকালে নদীর দুই তীরে শিল্পের ভিড় বাড়লে এবং জনসংখ্যা বাড়ার কারণে শহরের ঘাটগুলি থেকে ক্রমে অদৃশ্য হয়ে যায় বিপন্ন প্রজাতির এই শুশুক।বিশ্বে গাঙ্গেয় শুশুকের সংখ্যা মেরেকেটে ১,২০০ থেকে ১,৮০০। ২০১৭ সালে হুগলি নদীতে এই প্রজাতির শুশুকের সংখ্যা চিহ্নিত করে তাদের অস্তিত্ব সংকট সম্পর্কে সবিস্তারে রিপোর্ট দিয়েছিলেন ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড-এর (WWF) গবেষক দল। নদীর দূষিত জলে তাদের টিকে থাকার লড়াই দেখে আশ্চর্য হয়েছিলেন পরিবেশবিদরা।তবে তার চেয়েও চতীব্র সংকট দেখা দিয়েছে জনসংখ্যা স্ফীতি ও শহরাঞ্চলে পরিবহণের হার দ্রুত বাড়ায়। লকডাউনের ফলে স্থল ও জলপথে যানবাহন চলাচল কমার ফলে আবার কলকাতার ঘাটে শুশুকের উপস্থিতি দেখা যাচ্ছে।