আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনায় আলোচনার কেন্দ্রে থাকা জিম নওয়াজকে তিনি চেনেন বলে স্বীকার করলেন রাজ্যে পুর ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। তবে ঘটনার দিন পুলিশ কেন উপাচার্যকে নিরাপত্তা দিতে পৌঁছয়নি তার জবাব দিতে পারেননি মন্ত্রীমশাই। তাঁর দাবি, পুলিশ নিয়ে আমি খুব বেশি জানি না।এদিন ফিরহাদ বলেন, ‘জিম নওয়াজকে আমি চিনি। নির্বাচনের সময় আমার সঙ্গে আলাপ হয়েছিল। তার পর সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে। আনিস খান নিয়েও কথা বলেছিলেন। নির্বাচনের সময় উনি আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তেমন পরামর্শ অনেকেই দিয়েছেন। উনি তৃণমূলের কেউ না’।এর পরই পুলিশকে নিষ্ক্রিয় করার পিছনে জিম নওয়াজের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে ফিরহাদ বলেন, ‘পুলিশকে কেউ সামলাতে পারে না। পুলিশ চলবে রুল বুক মেনে। পুলিশ সেই সময় কেন পৌঁছয়নি বলতে পারব না। পরে পুলিশই গ্রেফতার করেছে। আমি পুলিশ নিয়ে খুব বেশি জানি না’।সোমবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশদের প্রকাশ্যে আনা এক অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও গোলাম রব্বানি, তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানোর নির্দেশ দিয়েছেন বলে দাবি করছেন এক ছাত্র। দরকারে উপাচার্যকে অপমান করে সাত দিনের মধ্যে তাকে পদত্যাগে বাধ্য করতে হবে বলে পরিকল্পনা চলছে। এমনকী পুলিশও এব্যাপারে কোনও হস্তক্ষেপ করবে না বলে আশ্বস্ত করছে সে।এব্যাপারে জিম নওয়াজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টেকনোসিটি থানার আইসিকে নিষ্ক্রিয় থাকতে কোনও নির্দেশ দেননি তিনি। একজন সচেতন নাগরিক হিসাবে শুধুমাত্র আলিয়া বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেছেন।