
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চলতি বছরের শেষ লগ্নে গঙ্গার তলা দিয়ে হাওড়া-এসপ্লানেড মেট্রো পরিষেবা চালুর পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। হাওড়া ও এসপ্ল্যানেডের মধ্যে গঙ্গার তলা দিয়ে লাইনের কাজ ইতিমধ্যেই শেষ। হাওড়ার দিকের মেট্রো স্টেশনের কাজও সম্পন্ন। তবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাজ এখনও বাকি। এই আবহে এই স্টেশনকে জলদি তৈরি করতে কাজে গতি এনেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাজ অনেকটাই দ্রুত গতিতে এগোচ্ছে। ইতিমধ্যেই প্ল্যাটফর্মে বসেছে স্ক্রিন ডোর। এদিকে বিবাদী বাগ স্টেশনের কাজও প্রায় শেষ। নর্থ-সাউথ মেট্রো করিডরের এসপ্ল্যানেড স্টেশন এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের এসপ্ল্যানেড স্টেশনের ইন্টার-চেঞ্জিং পয়েন্টের (যেখান দিয়ে এক মেট্রো করিডর থেকে অন্য করিডরে যাওয়া যাবে) কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। উল্লেখ্য, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো। গঙ্গার তলায় ৫২০ মিটারের পথ অতিক্রম করবে। যে পথ অতিক্রম করতে প্রায় ৪৫ সেকেন্ড লাগবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের একবার বউবাজারে মেট্রোর কাজ শুরু হয়েছে। এর আগেও মেট্রোর কাজের জেরে কলকাতা পুরসভার ৪৮ নং ওয়ার্ডের বহু বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছিল। সেখানকার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছিল এর জেরে। এরপর বন্ধ হয়ে গিয়েছিল মট্রোর কাজ। তবে ফের একবার চালু হয়েছে মেট্রো রেলের শ্যাফটের কাজ। উল্লেখ্য, গতবারের ধসের জেরে বউবাজারের বহু বাসিন্দা এখনও বাড়িছাড়া।
প্রসঙ্গত, মেট্রোর কাজের জন্য বউবাজারে প্রথমবার ধস নেমেছিল ২০১৯ সালের ৩১ অগস্ট। সেই আতঙ্ক ফিরে আসে ২০২২ সালের ১১ মে। সেবছরই ১৪ অক্টোবর ফের ধস দেখা দেয় বউবাজারে। মাটির তলায় জল থাকায় মেট্রোর কাজে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি। এখনও পর্যন্ত এত বছরে মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বউবাজারের ৭০টি বাড়ি। তবে মেট্রো রেলের আশা, এবারে আর কোনও সমস্যা হবে না। বিদেশ থেকে আনা প্রযুক্তির সাহায্যে এবার বউবাজারে মাটির তলায় কাজ হচ্ছে। নয়া প্রযুক্তিতে ভূগর্ভে থাকা জল ফ্রিজ করে দিয়ে কাজ চলছে। এই আবহে মাটির ওপরে ধসের সম্ভাবনা কম।
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের একাংশে আপাতত বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত অংশে মেট্রো পরিষেবা মিলছে। এবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যনেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার অংশে বাণিজ্যক পরিষেবা শুরু করার লক্ষ্যে স্থির মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে বউবাজারের বিপর্যয়ের কারণে আপাতত শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে কবে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports