আবার হুগলির যুব তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামীকাল, শুক্রবার শান্তনুকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। আগেও তাঁকে একাধিকবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল নানা তথ্য। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই হুগলির তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হয়েছেন। তার পর কয়েকবার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এবার আবার তলব করে নানা তথ্য জানতে চাইবেন অফিসাররা বলে সূত্রের খবর।
কেন আবার তলব শান্তনুকে? ইডি সূত্রে খবর, কুন্তন সম্পর্কে অনেক তথ্য জানে শান্তনু। কিন্তু সবটাই তিনি জানাননি। বেশ কিছু নথি এসেছে তদন্তকারী অফিসারদের হাতে। যার উত্তর জানে শান্তনু। সেটাই জানতে চাওয়া হবে। গত ফেব্রুয়ারি মাসেও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। শান্তনুর কাছে সম্পত্তির নথিও চাওয়া হয়েছিল। কুন্তলের সঙ্গে শান্তনুর টাকা লেনদেন সংক্রান্ত তথ্য জানতেই শুক্রবার ইডি তলব করেছে।
আর কী জানা যাচ্ছে? চলতি বছরের শুরুতেই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তল্লাশি চালায় ইডি। তখন শান্তনুর বাড়ি থেকে ৩০০ প্রার্থীর তালিকা পাওয়া গিয়েছিল। তা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। শুক্রবার আবার সেই প্রসঙ্গ উঠতে পারে। শান্তনুর পাশাপাশি একইদিনে কুন্তল ঘোষের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। তবে সম্প্রতি কুন্তলের সঙ্গে শান্তনুর আর্থিক লেনদেন হয়েছিল কি না সেটা জানতেই ইডি তলব করেছে।
ইডি কী তথ্য পেয়েছে? কুন্তল ঘোষের গ্রেফতারের পরেই শান্তনুর নাম উঠে আসে। তাঁদের মধ্যে আর্থিক লেনদেন হয়েছিল বলে ইডি জানতে পেরেছে। তবে সেই তথ্য যাচাই করে নিতে চাইছে তদন্তকারী অফিসাররা। তবে ইতিমধ্যেই কুন্তল দুটি নারীর নাম সামনে এনেছেন। হৈমন্তী গঙ্গোপাধ্যায় এবং সোমা চক্রবর্তী। এই বিষয়ে শান্তনু কতটা জানে তাও শুনতে চায় ইডি অফিসাররা। যদিও কুন্তলের দাবি, তিনি শান্তনুকে চেনেন না। আর ইডি জানতে পেরেছে, ২০১৪ সালেই নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছেন কুন্তল এবং শান্তনু।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup