সরকার পতনের মাসখানেক পরে ফের অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ। সংখ্যালঘুদের উপর চলছে অত্যাচার। এই আবহে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের তীব্র নিন্দা করলেন জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। মহম্মদ ইউনুস। এবার তাঁর সেই নোবেল পাওয়া নিয়ে তোপ দাগলেন আইনজীবী। ইউনুসের নোবেল পাওয়াটা পরিপূর্ণতা পেল না বলে কটাক্ষ করেছেন তিনি।
আরও পড়ুন: ইউনুসের সরকারের অধীনে নির্বাচন হলে কি তা বৈধ? বড় রায় বাংলাদেশ হাই কোর্টের
বারাকপুরে চিকিৎসার জন্য এসেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। সেখানে তিনি আইনজীবী বলেন, মহম্মদ ইউনুস যখন শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানানো হয়েছিল। কিন্তু, এখন মনে হচ্ছে যে শান্তির জন্য তাঁর নোবেল পাওয়া পরিপূর্ণতা পেল না। আইনজীবীর বক্তব্য, মহম্মদ ইউনুস এখন আর ঠিকমতো সামলাতে পারছেন না। তাঁর কথা কেউ শুনছে না।
উল্লেখ্য, মাসখানেক আগে কোটা সংস্কারকে ঘিরে তীব্র ছাত্র আন্দোলনের মুখে পড়ে দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরেই অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় সেই ছাত্রদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। তাঁর বক্তব্য, বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি তাতে ছাত্রদের উচিত ছিল পথে নামা। কিন্তু, কেউ এগিয়ে আসেনি। চিন্ময়কৃষ্ণ প্রসঙ্গে আইনজীবী বলেন, তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তিনি যে ৮ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ যোগ দিয়েছিলেন। সরকার সেই আন্দোলন দেখে ভয় পেয়েই তাঁকে গ্রেফতার করেছে। এছাড়া সম্প্রতি দেশে অমানবিক এবং অত্যাচারের ঘটনা বেড়ে চলেছে। তার তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন আইনজীবী।
রবীন্দ্র ঘোষের আরও অভিযোগ, দেশে মানবাধিকার কমিশন থাকলেও তারা ঠিকমতো কাজ করছে না। তারা সরকারের কথাতেই চলছে। মানবাধিকার লঙ্ঘন হলেও তারা চুপ থাকছে। এছাড়াও সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় কেন প্রগতিশীল সমাজ প্রতিবাদে এগিয়ে আসেনি? তাই নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী। প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণের মামলার শুনানি রয়েছে আগামী ২ জানুয়ারি। ওইদিন তিনি আদালতে উপস্থিত থাকবেন বলেই জানিয়েছেন।