কয়েকদিন আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন বিচারপতি আগাম অবসর নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। রাজনীতিতে যোগ দিয়েই তিনি নেমে পড়েছেন ভোট ময়দানে। আর সম্প্রতি কলকাতা হাই কোর্টের অন্য এক বিচারপতি নিজের বিদায়ী ভাষণে স্বীকার করে নেন, ছোটবেলায় তিনি আরএসএস করতেন। সংগঠনে ফেরার ইচ্ছে প্রকাশও করেন তিনি। তাহলে কি বঙ্গ রাজনীতিতে পদার্পণ ঘটছে আরও এক প্রাক্তন বিচারপতির? এই প্রশ্ন উঠতে শুরু করে। প্রাক্তন বিচারপতির 'আরএসএস যোগ' নিয়ে শুরু হয় বিতর্ক। এই আবহে মুখ খুললেন সদ্য অবসর নেওয়া বিচারপতি চিত্তরঞ্জন দাশ। (আরও পড়ুন: 'এটা চাকরিজীবীদের অধিকার', মামলাকারী সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাল আদালত)
আরও পড়ুন: দীর্ঘ কয়েক বছরের মামলা শেষে মাথায় হাত সরকারি কর্মীদের, বড় রায় সুপ্রিম কোর্টের
আরও পড়ুন: BJP'র বিজ্ঞাপনে বহাল থাকল নিষেধাজ্ঞা, 'লক্ষ্মণরেখা' মনে করাল ডিভিশন বেঞ্চ
সোমবার, ২০ মে বিচারপতি পদ থেকে অবসরগ্রহণ করেন চিত্তরঞ্জন দাশ। সেদিন বিদায়ী ভাষণের সময় তিনি জানান, একটা সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন। তাঁর কথায়, পরবর্তীতে যখন বিচারব্যবস্থার অংশ হয়ে ওঠেন, তখন আরএসএস ছেড়ে দেন। বিচারব্যবস্থার অন্তর্ভুক্ত হয়ে ওঠার পর থেকে প্রতিটি রাজনৈতিক ব্যক্তিকে একই চোখে দেখতেন। কেউ বাম সমর্থক বলে তাঁকে আলাদা চোখে দেখেননি। কেউ তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে তাঁর ক্ষেত্রে আলাদা কোনও পদক্ষেপ করেননি। আলাদা চোখে দেখেননি কোনও বিজেপি বা কংগ্রেস সমর্থককে। সবকিছুর ঊর্ধ্বে তাঁর কাছে বিচারব্যবস্থা ছিল বলে জানান তিনি। তবে প্রাক্তন বিচারপতি চিত্তরঞ্জন দাসের 'আরএসএস যোগের' 'স্বীকারোক্তি' নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এই আবহে এক বাংলা সংবাদ চ্যানেলের সামনে মুখ খুলে চিত্তরঞ্জন দাশ জানান, এখন তিনি রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবছেন না। (আরও পড়ুন: 'BJP ৩৭০ আসন না জিতলে...', শেয়ার বাজার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের)
আরও পড়ুন: ৫ দফায় ৩১০ আসন জেতার দাবি শাহের, 'লক্ষ্যে' পৌঁছতে কোন অঙ্ক মেলাতে হবে BJP-কে?
আরও পড়ুন: তীরে এসে ডুবল তরী? ভোট পঞ্চমীতে বাংলার আসনভিত্তিক নির্বাচনী অঙ্ক এল সামনে
প্রাক্তন বিচারপতি দাবি করেন, বিদায়ী ভাষণে সবাইকে ধন্যবাদ জানাতে গিয়ে সতঃস্ফূর্তভাবে আরএসএস-এর কথা তাঁর মুখে চলে এসেছিল। তিনি দাবি করেন, তাঁর জীবনে আরএসএস-এর বড় ভূমিকা আছে। নিজের ব্যক্তিত্বের নেপথ্যে আরএসএস-কে কৃতিত্ব দেন তিনি। আরএসএস যোগ নিয়ে বিদায়ী ভাষণে বলা কথা প্রসঙ্গে তিনি বলেন, 'এটা একটা আবেগে বলা কথা। আমি এখন মুক্ত মানুষ। কাজেই আরএসএস যদি কোনও দায়িত্ব দেয়, তা পালন করতেই পারি।' এদিকে এখনই তিনি কোনও রাজনৈতিক পদে যোগ দিতে চান না বলে জানান সদ্য অবসর নেওয়া জাস্টিস চিত্তরঞ্জন দাশ। অন্তত দুই বছর রাজনৈতিক পদের বাইরে থাকতে চান বলে দাবি করেন তিনি।