
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বঙ্গ–সফরে এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী এবং ডায়মন্ডহারবারের সাংসদকে কটাক্ষ করে তিনি বলেছেন, পিসি–ভাইপো। তারপর দলীয় নেতা–কর্মীদের ভোকাল টনিক দিলেন তিনি। তাঁর কোর কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। আবার আজ তাঁর নয়াদিল্লি ফিরে যাওয়ার কথা সন্ধ্যাবেলায়। হ্যাঁ, তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। আজ, রবিবার দক্ষিণেশ্বরে পুজো দিলেন তিনি। আর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বার্তা দিলেন নড্ডা।
এদিকে রবিবার তাঁর নানা কর্মসূচি রয়েছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। অমিত শাহ এখানে এসে বলেছিলেন, ৩৫টি আসন জেতার কথা। এবার সেটা শোনা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তাই দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তিনি বেরিয়ে সাংবাদিকদের জেপি নড্ডা বলেন, ‘দলকে শক্তি দিক মা। আজকে মায়ের পুজো দেওয়ার সুযোগ পেলাম। মায়ের কাছে প্রার্থনা করলাম, মা যেন আমাকে এবং আমার দলের সহকর্মীদের শক্তি দেন।’ আসলে এই শক্তি সাংগঠনিক শক্তি বলেই মনে করা হচ্ছে। কারণ এটাই তলানিতে গিয়ে ঠেকেছে। পরপর নির্বাচনে গোহারা হয়েছে বঙ্গ–বিজেপি। তাই নড্ডার মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
আর কী জানা যাচ্ছে? একুশের বিধানসভা নির্বাচন থেকে বঙ্গ–বিজেপির হার শুরু হয়েছে। তারপর থেকে প্রতিটি উপনির্বাচনে এবং নির্বাচন গোহারা হেরেছে গেরুয়া শিবির। পঞ্চায়েত নির্বাচনে পরাজয়টা শেষ সংযোজন। সেখানে আবার প্রমাণিত হয় বাংলার মাটিতে তাঁদের সংগঠন নেই। এই নিয়ে এবার বৈঠকে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই লোকসভা নির্বাচনে এই বিপুল পরিমাণ আসনের টার্গেট পূরণ কেমন করে সম্ভব, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই আবহে জেপি নড্ডা সংবাদমাধ্যমে বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা লড়তে পারি। আর ধর্মীয় এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে দেশের অবস্থান যেন আরও এগিয়ে যায় তার প্রার্থনা করেছি।’
আরও পড়ুন: কেমন আছে দ্বিতীয় হুগলি সেতু? দুর্গাপুজোর পর শুরু হবে মেরামতির কাজ
এখন কী কর্মসূচি নড্ডার? এখন তিনি ন্যাশানাল লাইব্রেরিতে আছেন। এখানে তিনি সাংগঠনিক বৈঠক করছেন। তারপর এখান থেকে কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিকাল ৪টে নাগাদ সেখানে পঞ্চায়েত সম্মেলন অনুষ্ঠানের অংশ নেবেন। আর এইসব কর্মসূচি সেরে তিনি সন্ধ্যার বিশেষ বিমানে নয়াদিল্লি ফিরবেন। লোকসভা নির্বাচনে দলের প্রচার এবং আন্দোলনের রূপরেখা নিয়ে তিনি স্ট্র্যাটেজি তৈরি করে দিয়ে যাবেন। তাই শেষে জেপি নড্ডা বলেন, ‘মা যেন আমার দলের সহকর্মীদের শক্তি দেন’।
৳7,777 IPL 2025 Sports Bonus