গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের ১১.৫ কোটি টাকা মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করল ইডি। বুধবার ইডি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। গরুপাচারকাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের মোট ৪৮ কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি। তবে গোয়েন্দাদের অনুমান অনুব্রতর আরও বেনামি সম্পত্তি রয়েছে। যার খোঁজে তদন্ত জারি রেখেছেন তাঁরা।ইডি সূত্রে জানা গিয়েছে আদালতের কাছে অনুব্রত তাঁর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যার মোট ১১ কোটি ৫৬ লক্ষ টাকা মূল্যের সম্পদ অ্যাটাচ করার জন্য আবেদন রাখা হয়েছিল। এর মধ্যে রয়েছে সম্পত্তি ও ব্যাঙ্কে আমানত করা নগদ। মোট ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচ করার আবেদন জানিয়েছিল ইডি। এছাড়া অনুব্রত হিসাবরক্ষক মণীশ কোঠারির ২৬ লক্ষ টাকা মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে ইডি।ইডি সূত্রে খবর, এর বাইরেও অনুব্রতর বিপুল বেনামি সম্পত্তি রয়েছে। আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে এই সম্পত্তি কিনেছিলেন তিনি। এরকম আরও অন্তত ১২ জনের ওপরে নজর রয়েছে ইডির।বলে রাখি, কোনও ব্যক্তি অবৈধ উপায় অর্থ উপার্জন বা সম্পত্তি লাভ করে থাকলে তা বাজেয়াপ্ত করার অধিকার রয়েছে ইডির। এই সম্পত্তি নিলামে তুলে সেই টাকা রাজকোষে পাঠানো হয়।