বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘প্রথমে রাজনৈতিক চাপ না থাকলেও পরে বদলে যায় পরিস্থিতি’, মুখ খুললেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলিকে তাঁর অফিসে ঢুকে হুমকি দেওয়ার ঘটনা প্ররাশ্যে আসার পর থেকেই শিরোনামে এই বিশ্ববিদ্যালয়ের নাম। ঘটনায় অভিযুক্র গিয়াসউদ্দিন মণ্ডল তৃণমূল কংগ্রেসের সদস্য কি না তা নিয়ে চলছে চাপানউতোর। এরই মাঝে এবার বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন উপাচার্য মহম্মদ আলি। সংবাদমাধ্যমকে তিনি জানান, আলিয়ার উপাচার্য পদে দায়িত্ব গ্রহণের পর প্রথম দুই বছর কোও রাজনৈতিক চাপ না থাকলেও পরে পরিস্থিতি বদলাতে থাকে। পরে তিনি বলেন, ‘কোভিড আসে এবং অন্যান্য পরিস্থিতি বদলে যায়। এর বেশি কিছু আমি বলতে পারব না।’