রাস্তার ধারে কলের কাজ করছিলেন এক পুরকর্মী। আচমকাই গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। মৃত্যু হয়েছে ওই পুরকর্মীর। এই ঘটনায় ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। গাড়িটিকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত পুরকর্মীর নাম লক্ষ্মীকান্ত মণ্ডল। জানা গিয়েছে, তিন মাস পরেই লক্ষ্মীকান্ত মণ্ডলের অবসর নেওয়ার কথা ছিল। অবসর নেওয়ার আগে এই ধরনের ঘটনা ঘটায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এদিন কলকাতা পুরনিগমের ৯২ নম্বর ওয়ার্ডে যখন কলের কাজ করছিলেন লক্ষ্মীকান্তবাবু, তখন দ্রুতগতিতে একটি গাড়ি এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ওই কর্মীকে উদ্ধার করে তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তরক্ষণের ফলেই লক্ষ্মীকান্তবাবুর মৃত্যু হয়েছে।