শুরু হয়ে গিয়েছে এপিজে বাংলা সাহিত্য উৎসব। যা এবার সপ্তম বর্ষে পদার্পণ করেছে। প্রথম দু’দিন (শুক্রবার এবং শনিবার) ভার্চুয়ালি সেই উৎসব হচ্ছে। তৃতীয় দিন (আগামিকাল) করোনাভাইরাস বিধি মেনে অক্সফোর্ড বুকস্টোরে বাংলা সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে গতবারও একইভাবে বাংলা সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছিল। এবারের বাংলা সাহিত্য উৎসবে ১৬ টির মতো সেশনের পরিকল্পনা করা হয়েছে। যেখানে অডিয়ো বুক, বাংলা সাহিত্য, গ্রাফিক্স উপন্যাসের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। স্মরণ করা হচ্ছে শঙ্খ ঘোষ, বুদ্ধদেব গুহ এবং অনীশ দেবের মতো বাংলার বিশিষ্ট সাহিত্যিকদের। তারইমধ্যে এবারের উৎসবে অনেক বিশিষ্টজন থাকছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পবিত্র সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, বাণী বসু, শুভপ্রসন্ন, কমলেশ্বর মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, প্রসূন বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাণী চক্রবর্তীরা বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন।
এবারের সাহিত্য উৎসব প্রসঙ্গে এপিজে বাংলা সাহিত্য উৎসবের অধিকর্তা এবং অক্সফোর্ড বুকস্টোরের সিইও স্বাগত সেনগুপ্ত বলেছেন, ‘এই নিয়ে দ্বিতীয় বছর এরকম মাপের একটি উৎসবকে সাফল্যের সঙ্গে ভার্চুয়ালি এবং সামনা-সামনি আয়োজনের পরিকল্পনা করেছি আমরা।’