Joka-Taratala Metro: বেহালাতে শীঘ্রই গড়াবে মেট্রোর চাকা, জোকা-তারাতলা রুটে পরিষেবা চালু কবে? Updated: 06 Nov 2022, 10:01 AM IST Abhijit Chowdhury শীঘ্রই চালু হতে পারে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো রেল চলাচল। পুজোর আগেই সাড়ে ৬ কিমি পথে ট্রায়াল রান হয়ে গিয়েছে। এবার সেফটি কমিশনারের সবুজ সংকেতের অপেক্ষায় এই রুট।