একটা মাছের ওজনই ১ কুইন্টাল ৫৯ কেজি। মাছটি জালে উঠতে চক্ষু চড়কগাছ মৎসজীবীদের। বিশালাকার এই মাছটি শেষ পর্যন্ত নিলামে উঠল। নিলামে দাম উঠল ২৩ হাজার টাকা। মাছটিকে পেয়ে স্বভাবতই আপ্লুত মৎসজীবী মহল।জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপের মহিষমারীর বাসিন্দা শান্তনু দাস নামে এক মৎসজীবীর জালে ধরা পড়ে বিশালাকার ছাতা মুরুলি মাছ। দুই বন্ধুর সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন শান্তনু। তিনজনেরই আলাদা আলাদা করে জাল ফেলেন। জাল ফেলতেই শান্তনু বুঝতে পারেন, বিশালাকার কোনও মাছ ধরা পড়েছে। জাল টানতেই উঠে এল সেই মাছ। জানা গেল, বিশালাকার ওই মাছটি ছাতা মুরুলি মাছ। এরপর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মাছটিকে নৌকায় তোলেন শান্তনু। মহিষামারীর হাতি পিটিয়া ঘাটে মাছটিকে নিয়ে আসতেই এলাকার বাসিন্দাদের মধ্যে আগ্রহ দানা বাঁধে। এরপর মাছটিকে কাকদ্বীপের আড়তে নিয়ে আসা হয়। বিকালে মাছটিকে নিলামে তুলতেই দাম ওঠে ২৩ হাজার টাকা। এই প্রসঙ্গে মৎসজীবীরা জানান, এত বড় ছাতা মুরুলি মাছ যে উঠবে সেটা সচরাচর দেখা যায় না। স্বভাবতই বিরল প্রজাতির মাছটি উঠতেই নিলামে দাম যে ভালোই উঠবে সেটা বুঝতে দেরি করেননি শান্তনু। সেই মতো মাছটিকে নিয়ে আসেন কাকদ্বীপের আড়তে। সেখানে মাছটির এতবেশি দাম উঠায় স্বভাবতই আপ্লুত শান্তনু।