রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাঝেমধ্যেই তিনি সনাতন ধর্মকে রক্ষার কথা বলেন। তবে এবার বাংলাদেশের হিন্দুদের পাশে থাকার জন্য মাঝেমধ্য়েই বার্তা দিচ্ছেন তিনি। কার্যত এপারে বসে ওপারের হিন্দুদের পাশে থাকার জন্য বার্তা শুভেন্দুর।
শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, দীপাবলী আর কালীপুজোর পূণ্য সময়ে আমি বাংলাদেশের হিন্দু ভাইবোনেদের বলছি, এই সংকটের সময় আপনারা একলা নন। আমাদের ভাবনা আপনাদের সঙ্গে রয়েছে, গোটা বিশ্বের সনাতনী সম্প্রদায় আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আপনাদের সকলকে শুভ দীপাবলী। মা কালীর কাছেও প্রার্থনা করেছেন তিনি।
ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি বলছেন, পৃথিবীর সমস্ত হিন্দুদের দীপাবলীর শুভেচ্ছা জানাই। হ্যাপি দেওয়ালি।বাংলাদেশের হিন্দুদের সঙ্গে গোটা পৃথিবীর হিন্দুরা রয়েছে। একদম চিন্তা করবেন না।আমরা সবাই আছি।
এপারে দাঁড়িয়ে ওপারের হিন্দুদের আশ্বাস দিলেন শুভেন্দু। কারণটা কী ? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত কয়েক বছর ধরেই হিন্দুদের রক্ষাকর্তা, সনাতনীদের রক্ষাকর্তা এই ইমেজটা তৈরি করার চেষ্টা করছেন শুভেন্দু। তাঁর মূল উদ্দেশ্য হল মেরুকরণ। কিন্তু বাংলাদেশের হিন্দুরা তো পশ্চিমবঙ্গে এসে ভোট দেবেন না। সেক্ষেত্রে লাভ কী হবে?