আজ, বৃহস্পতিবার বেশ মেজাজেই আছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মেজাজ কিন্তু আগের মতোই। তাই হঠাৎ সবাই ভাবতে শুরু করেছেন, কী হলো কেষ্টর? আজ আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগর এমপি–এমএলএ আদালতে আনা হয় অনুব্রত মণ্ডলকে। আর এই আসার পথেই স্বমেজাজে ছিলেন তিনি। যা তাঁর মন্তব্য থেকে প্রমাণিত।
ঠিক কী বলেছেন অনুব্রত মণ্ডল? আজ, বৃহস্পতিবার বিধাননগরের এমপি–এমএলএ আদালতে নিয়ে আসা হয়েছে। এখানে আসার সময় সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করেন, আপনি জানেন শুক্রবার ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন? এই প্রশ্ন শুনেই অনুব্রত সপাটে মেজাজের সঙ্গে উত্তর দেন, ‘নাচব? নাচব নাকি ডেকেছে বলে?’ এখানেই শেষ নয়, তাঁকে এবারের পঞ্চায়েত নির্বাচন কেমন হবে? জিজ্ঞাসা করা হয়। তখন তিনি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন ব্যাপক হবে।’ সুতরাং এখন থেকে তিনি যে অলআউট খেলবেন সেটা স্পষ্ট করে দিয়েছেন।
কেন আজ বিধাননগর আদালতে এলেন অনুব্রত? জানা গিয়েছে, ২০১০ সালের মঙ্গলকোট থানা এলাকার পুরনো মামলায় অনুব্রত মণ্ডলকে কলকাতার বিধাননগরের এমপি–এমএলএ আদালতে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই বৃহস্পতিবার সশরীরে তিনি হাজিরা দিতে আসছেন। বামফ্রন্ট আমলে সেখানে একটি বিস্ফোরণ হয়েছিল। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছিল। চার্জশিটেও তাঁর নাম ছিল। তাই আজ আসছেন অনুব্রত মণ্ডল।