নাবালিকা শ্যালিকাকে মদ্যপান করিয়ে খুন করার অভিযোগ দূর সম্পর্কের জামাইবাবুর বিরুদ্ধে। যদিও খুনের অভিযোগ নিতে নারাজ পুলিশ। আর তার জেরেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন নিহতের আত্মীয় প্রতিবেশীরা। ঘটনা উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার সুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার। প্রায় ১ ঘণ্টা পর পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ।
জানা গিয়েছে, গত ২৩ এপ্রিল সুটিয়ার বলদেঘাটায় বাড়ি থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাবালিকার পরিবারের দাবি, সে সেদিন জ্যেঠুর বাড়ি গিয়েছিল। সেখান থেকে তাঁকে অজানা জায়গায় নিয়ে যায় দূর সম্পর্কের এক জামাইবাবু। নাবালিকাকে মদ্যপান করায় সে। এর পর নাবালিকা এক বন্ধুকে ফোন করে সাহায্য চায়। সেই বন্ধু আবার নাবালিকার মাকে সেকথা জানায়। এর পর নাবালিকার মা মেয়ের ফোনে কল করলে ফোন ধরেন অভিযুক্ত জামাই। নাবালিকাকে বাড়ি পৌঁছে দেবে বলে জানায় সে। কিন্তু বাড়ি ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান নাবালিকার মা।
নাবালিকার পরিবারের দাবি, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। খুনের অভিযোগ জানাতে সেই রাতেই সুটিয়া ফাঁড়িতে গেলে পুলিশ খুনের অভিযোগের বদলে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করে। এর পর গ্রেফতার করে অভিযুক্তকে। যদিও নাবালিকার পরিবারের দাবি, খুনের অভিযোগ দায়ের করে তদন্ত করতে হবে।
সেই দাবিতে শনিবার বলদেঘাটা ব্রিজে গোবরডাঙা - বেড়ি গোপালপুর সড়ক অবরোধ করে বরুণ বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটি। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন অবরোধকারীরা। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ পৌঁছয়। পুলিশ আধিকারিকদের আশ্বাসে প্রায় ১ ঘণ্টা পর অবরোধ ওঠে।