কেন্দ্রীয় সরকারের ‘আম্রুত’ প্রকল্পের টাকা তৃণমূল নেতারা পকেটে ভরেছেন বলে অভিযোগ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। রবিবার সকালে জলপাইগুড়ি শহরে এক চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দিয়ে এমন দাবি করেন তিনি। সঙ্গে তিনি বলেন, পুরভোট ঘোষণা হলেই প্রার্থীতালিকা প্রকাশ করবে বিজেপি।পুর এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে ‘অম্রুত’ প্রকল্পে রাজ্যগুলিকে টাকা দেয় কেন্দ্র। অভিযোগ, পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভায় সেই টাকা পৌঁছলেও সাধারণ মানুষ জলের সংযোগ পাননি। রবিবার সকালে এই নিয়ে সরব হন সায়ন্তন বসু। জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের পাশে চায়ে পে চর্চা অনুষ্ঠানে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার জলপাইগুড়ির মানুষের জন্য আম্রুত প্রকল্পে টাকা দিয়েছিল। কিন্তু মানুষ জল পায়নি। তৃণমূল নেতারা সেই টাকা পকেটে ঢুকিয়ে নিয়েছেন।’সায়ন্তনবাবুর অভিযোগ অস্বীকার করে পুর প্রশাসকমণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় সরকারের টাকায় অম্রুত প্রকল্পের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। সায়ন্তনবাবু না জেনে কথা বলছেন। অভিযোগ প্রমাণ করতে না পারলে ওনাকে উকিলের চিঠি পাঠাবো।’এদিন সায়ন্তনবাবু বলেন, পুর নির্বাচনে লড়াই করার জন্য প্রতি ওয়ার্ড থেকে একাধিক ব্যক্তি প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। ভোট ঘোষণা হলেই প্রার্থীতালিকা প্রকাশ করবে বিজেপি।