Amrit Bharat: ‘অমৃত ভারত’ প্রকল্পে ভোলবদল হবে তারকেশ্বরের, জোর কদমে কাজ শুরু
1 মিনিটে পড়ুন Updated: 29 Jan 2024, 12:24 PM ISTChiranjib Paul
এই আধুনিকীকরণ প্রকল্পের আওতায় স্টেশন সংলগ্ন রাস্তাও রয়েছে। রাস্তাটিকে আরও চওড়া করা হবে। এছাড়া স্টেশন চত্ত্বরকে সৌন্দর্যায়ন করে ছোট যান চলাচল ও পার্কিং-এর ব্যবস্থা করা হচ্ছে।
‘অমৃত ভারত’ প্রকল্পে ভোলবদল হবে তারকেশ্বরের, জোর কদমে কাজ শুরু
অমৃত ভারত প্রকল্পে ঢেলে সাজানো হচ্ছে তারকেশ্বরকে। রেল স্টেশনের পুরনো ভবনটি ভেঙে মন্দিরের শীর্ষভাগের আদলে নতুন করে ভবনটি তৈরি হবে। এছাড়া যাতায়াতের সুবিধার জন্য স্টেশনের শেষে ১২ মিটার চওড়া ফুট ওভারব্রিজ, তার সঙ্গে চলমান সিড়িও তৈরি হবে বলে জানা গিয়েছে।
অমৃত ভার প্রকল্পের আওতায় দেশের মোট ১ হাজার রেল স্টেশনের অধুনিকীকরণের কাজ চলছে। এই রাজ্যে অমৃত ভারত প্রকল্পের আওতায় রয়েছে ৩৭টি রেল স্টেশন। তার মধ্যে পূর্ব রেল পেয়েছে ২৮টি রেল স্টেশন। তারকেশ্বর রেলস্টেশনের জন্য বরাদ্দ ২৪ কোটি ৪০ লক্ষ টাকা।
এই আধুনিকীকরণ প্রকল্পের আওতায় স্টেশন সংলগ্ন রাস্তাও রয়েছে। রাস্তাটিকে আরও চওড়া করা হবে। এছাড়া স্টেশন চত্ত্বরকে সৌন্দর্যায়ন করে ছোট যান চলাচল ও পার্কিং-এর ব্যবস্থা করা হচ্ছে।
ফুড প্লাজা, চলমান সিড়ি, লিফট, শীততপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয়, নতুন ওভারব্রিজ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সবরকম ব্যবস্থা রাখা হচ্ছে।
প্রতিদিন তারকেশ্বরে কয়েক হাজার মানুষের সমাগম হয়। তা ছাড়া শ্রাবণ মাসে ভক্ত সমাগম বাড়ে। সে দিকে তাকিয়েও এই ব্যবস্থা করা হচ্ছে। তারকেশ্বর লাইনের যাত্রী অ্যাসোশিয়েশনের মতে, এর ফলে শুধু তারকেশ্বর নয়, শেওড়াফুলি-সহ আশপাশে স্টেশনগুলিও উন্নত পরিষেবা পাবে।