অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছে। তাতে বিরোধীরা খানিকটা অক্সিজেন পেয়ে লাফাতে শুরু করেছে। তবে এবারও দেখা গিয়েছে, কেষ্টর পাশেই দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কেষ্ট বরাবরই আস্থাভাজন। আগেও কেষ্টর পাশে দাঁড়িয়েছেন তিনি। এবারও বীরভূমের নেতার পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আর কেষ্টর পাশে দাঁড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিষয়টি ঠিক কী ঘটেছে? আজ, বুধবার বোলপুর জুড়ে ছুটে বেড়াচ্ছে সিবিআই। কখনও অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষককে জেরা করছে, কখনও অনুব্রত মণ্ডলের বাড়ি পৌঁছে যাচ্ছেন সিবিআই অফিসাররা। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বসলেন শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তুলছেন, এই অনুব্রত মণ্ডলের স্রষ্টা কে? অনুব্রতকে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল কংগ্রেসে থাকতে কেষ্টর সঙ্গে ভাল সম্পর্ক ছিল শুভেন্দু অধিকারীরও। একসঙ্গে মঞ্চে তাঁদের দেখা গিয়েছিল।
ঠিক কী বলেছেন বিরোধী দলনেতা? অনুব্রত মণ্ডলের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়ানোয় শুভেন্দু বলেন, ‘সিবিআই কোন বাড়িতে যাবে না যাবে, তা তো তাদের তদন্তের বিষয়। কিন্তু বোলপুরের বাজারে মাগুর বিক্রি করা অনুব্রত কীভাবে আজ হাজার হাজার কোটি টাকার মালিক? অনুব্রতর বেআইনি সম্পত্তির উৎস শাসকদলের আশীর্বাদেই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ই দুর্নীতির কিংপিন।’ তবে এই মন্তব্যের পাল্টা দিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘শুভেন্দুর রাজনৈতিক পরিচিতি কার দয়ায়।’