বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Special train to Assam: অসম যাওয়ার স্পেশাল ট্রেন, যাওয়া যাবে নিউ জলপাইগুড়িও! জানুন দিনক্ষণ-রুট
পরবর্তী খবর
Special train to Assam: অসম যাওয়ার স্পেশাল ট্রেন, যাওয়া যাবে নিউ জলপাইগুড়িও! জানুন দিনক্ষণ-রুট
1 মিনিটে পড়ুন Updated: 16 Feb 2024, 10:09 PM ISTChiranjib Paul
রেল যাত্রীদের সুবিধার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের অন্তর্গত ভালুকা রোড স্টেশনে ট্রেন নং. ১৩০৫৩/১৩০৫৪ (হাওড়া-রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেসের দুই মিনিটের অতিরিক্ত স্টপেজ হবে।
অতিরিক্ত যাত্রী চাপ কমাতে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল
অতিরিক্ত যাত্রী চাপ কমাতে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল স্পেশ্যাল ট্রেন নং. ০২৫২৫ (কামাখ্যা-আনন্দ বিহার) ও স্পেশ্যাল ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার-কামাখ্যা) ২৪টি ট্রিপের জন্য জুলাই, ২০২৪ পর্যন্ত চলাচল করবে ট্রেনটি। ট্রেন নং. ০২৫২৫ (কামাখ্যা-আনন্দ বিহার) স্পেশ্যাল ১৬ ফেব্রুয়ারি থেকে ২৬ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবার রাত ১০টা ৪৫-এ কামাখ্যা থেকে রওনা দিয়ে প্রত্যেক রবিবারে সকাল ০৮ টা ৪০ মিনিটে আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে।
ফিরতি ট্রেন ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার-কামাখ্যা) স্পেশ্যাল ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার ৫ টা২০ মিনিটে আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে প্রত্যেক মঙ্গলবারে ভোর ৩টা ৪০ মিনিটে কামাখ্যা পৌঁছবে।
ট্রেন দুটি ভায়া গোয়ালপাড়া টাউন, গৌরিপুর, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কাটিহার, খাগাড়িয়া, বারাউনি, দানাপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও আলিগড় জংশন হয়ে চলাচল করবে।
ট্রেনটিতে ১টি ফার্স্ট ক্লাস এসি, ২টি এসি ২ টিয়ার, ৫টি এসি ৩ টিয়ার, ৫ টি এসি ৩টিয়ার ইকোনোমি, ৪টি স্লিপার ক্লাস, ২টি জেনারেল সিটিং কোচ এবং একটি প্যান্ট্রি কার থাকবে।
নতুন স্টপেজ
রেল যাত্রীদের সুবিধার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের অন্তর্গত ভালুকা রোড স্টেশনে ট্রেন নং. ১৩০৫৩/১৩০৫৪ (হাওড়া-রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেসের দুই মিনিটের অতিরিক্ত স্টপেজ হবে। পরীক্ষামূলক ভিত্তিতে নতুন স্টপেজের উদ্বোধন করেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা। এই স্টপেজটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল।
ট্রেন নং. ১৩০৫৩ (হাওড়া-রাধিকাপুর) কুলিক এক্সপ্রেস এখন থেকে ভালুকা রোড স্টেশনে বিকাল ৪টা ২৫ মিনিটে পৌঁছবে এবং তা ছাড়বি ৪টে ২৭ মিনিটে। একইভাবে, ট্রেন নং. ১৩০৫৪ (রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেস রাধিকাপুর থেকে যাত্রা শুরু করে সকাল ৭টা ২৯ মিনিটে ভালুকা রোড স্টেশন পৌঁছবে এবং ৭টা ৩১ মিনিটে ছাড়বে।