চলতি সপ্তাহেই আলিপুরদুয়ার মহিলা সমবায়ে দুর্নীতিতে সিবিআই ও ED তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার একই অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। সোনারপুরের লাঙলবেড়িয়া সমবায়ে ১০ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ করে সিবিআই তদন্তের দাবিতে পথ অবরোধ শুরু করেছেন গ্রাহকরা। শনিবার সকালে এই অবরোধের জেরে ব্যাপক ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। অবরোধকারীদের দাবি, ৬ মাস ধরে ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও।সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে ১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। ওই দুর্নীতিতে সিবিআই ও ED তদন্তের দাবিতে শনিবার সকালে কামালগাজি-বারুইপুর বাইপাস অবরোধ করে চলছে বিক্ষোভ। সমবায় সমিতির গ্রাহকদের অভিযোগ, হিসাবে গরমিলের কারণে গত ৬ মাস ধরা তাঁরা টাকা তুলতে পারছেন না। এমনকী লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও তুলতে পারছেন না উপভোক্তারা। দুর্নীতির কথা প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও লাভ হয়নি।গত ফেব্রুয়ারিতে লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে গন্ডগোলের বিষয়টি নজরে আসে। বিক্ষোভকারীরা জানান, ‘সমবায় দফতর, বিডিও, এসপি বারুইপুর, স্থানীয় তৃণমূল বিধায়ককে জানিয়েও লাভ হয়নি। এবার আমরা আদালতে যাব। এই দুর্নীতিতে সিবিআই ও ED তদন্তের দাবি জানাব’।সিপিএমের দাবি, তদন্ত করলেই বেরোবে যে এই দুর্নীতিতে তৃণমূল যুক্ত। তৃণমূল নেতারাই সাধারণ মানুষের কষ্টের আমানত লুঠপাট করে ভোগ করছে। তাই প্রশাসনও চুপ। গ্রাহকরা আদালতের দ্বারস্থ হলে দলের তরফে সামর্থ অনুসারে আইনি সাহায্য করা হবে।চলতি সপ্তাহেই আলিপুরদুয়ার মহিলা সমবায় সমিতি দুর্নীতিতে সিবিআই ও ED তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিন বছর ধরে তদন্ত করে এই দুর্নীতিতে ঋণ গ্রহীতাদের নাম বার করতে পারেনি সিআইডি। এর পরই দুর্নীতির তদন্তভার ২ কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিয়েছেন বিচারপতি। ১২ অক্টোবরের মধ্যে আদালতে রিপোর্ট দিতে হবে তাদের। বিচারপতির পর্যবেক্ষণ কেউ পরিকল্পনামাফিক এই দুর্নীতি করেছে বলে মনে হচ্ছে।