তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল নদিয়ার শান্তিপুর পুরসভায়। তৃণমূলের পতাকা হাতে নিয়ে পুরসভার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র কর্মী-সমর্থকরা। তৃণমূল পরিচালিত শান্তিপুর পুরসভার গেট আটকে দীর্ঘক্ষন বিক্ষোভ করেন আইএনটিটিইউসি পুরসভার সাফাই কর্মীরা। এর ফলে চরম হয়রানির শিকার হন এলাকাবাসীরা।
আজ সকালে শান্তিপুর পুরসভার প্রায় ২০০ জন সাফাই কর্মী আইএনটিটিইউসি পতাকা হাতে নিয়ে পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা শান্তিপুর পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন। অন্যান্য পুরসভার সাফাই কর্মীদের থেকেও তারা ভালো পরিষেবা দিয়েছেন। কিন্তু, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও তাদের মজুরি বাড়েনি। যার ফলে তারা সংসার চালাতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন। তাদের অভিযোগ, মজুরি বাড়ানো নিয়ে একাধিকবার পুরসভার কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন। কিন্তু, তাতেও কোনও সুরাহা হয়নি। সেই কারণেই তারা এদিন পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর পাশাপাশি ওভারটাইম কাজ করলেও তাদের অতিরিক্ত মজুরি দেওয়া হয় না বলে অভিযোগ। ফলে বাড়তি মজুরিরও দাবি জানান সাফাই কর্মীরা।