দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনে যাত্রীদের ট্রেনে উঠতে হচ্ছে। কোন লাইনে কোন কোন সময় ট্রেন চলছে, তাও রেলের তরফে বিস্তারিতভাবে জানানো হয়েছে। একনজরে দেখে নিন রানাঘাট-বনগাঁ লাইনের ট্রেনের সময়সূচি -আপ রানাঘাট-বনগাঁ লোকাল• সকাল ৬ টা ২২ মিনিট।• সকাল ৮ টা ৩৪ মিনিট।• সকাল ৯ টা ২৪ মিনিট।• সকাল ১১ টা ২০ মিনিট।• বিকেল ৪ টে ৩৪ মিনিট।• সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট।এছাড়া আপ রানাঘাট-বনগাঁ লোকালের তালিকায় ৩১৭৮২ এবং ৩১৭৮৬ ট্রেনের নম্বরও দেওয়া হয়েছে। ৩১৭৮২ ডাউন শান্তিপুর-রানাঘাট লোকাল সকাল ৮ টা ৫৬ মিনিটে শান্তিপুর ছাড়বে। ৩১৭৮২ ডাউন শান্তিপুর-রানাঘাট লোকাল দুপুর ২ টো ৭ মিনিটে শান্তিপুর থেকে ছাড়বে।ডাউন বনগাঁ-রানাঘাট লোকাল• সকাল ৭ টা ২০ মিনিট।• সকাল ৮ টা ২৭ মিনিট।• সকাল ৯ টা ২৩ মিনিট।• বেলা ১২ টা ২০ মিনিট।• বিকেল ৪ টে ৩০ মিনিট।• সন্ধ্যা ৭ টা ৪২ মিনিট।এছাড়া ডাউন বনগাঁ-রানাঘাট লোকালের তালিকায় ৩১৭৮১, ৩১৭৮৩ এবং ৩১৭২০ নম্বরও আছে। ৩১৭৮১ আপ রানাঘাট-শান্তিপুর লোকাল সকাল ৮ টা ১৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। ৩১৭৮৩ আপ রানাঘাট-শান্তিপুর লোকাল দুপুর ১ টা ৫ মিনিটে রানাঘাট ছেড়ে বেরিয়ে যাবে। ৩১৭২০ ট্রেনের বিষয়ে কোনও তথ্য মেলেনি। সেই সংক্রান্ত তথ্য পেলেই প্রতিবেদনে জানিয়ে দেওয়া হবে।