1 মিনিটে পড়ুন Updated: 05 Jun 2024, 11:28 AM ISTMD Aslam Hossain
ভোট গণনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই পিছিয়ে ছিলেন অর্জুন সিং। বেলা যেতো বাড়তে থাকে পিছিয়ে থাকার ব্যবধান আরও বেড়ে যায়। এরই মধ্যে ভোটে পিছিয়ে থাকায় মেজাজ হারানোর অভিযোগ ওঠে অর্জুনের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত সেখানে জয়ের হাসি হাসলেন পার্থ ভৌমিক।
অর্জুনকে কয়েক হাজার ভোটে হারিয়ে জয়ী হলেন পার্থ, গুন্ডারাজ খতম করার বার্তা
বারাকপুরে হেরে গেলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হলেন তিনি। পরে দল বদল করে তৃণমূল কংগ্রেসে যান। কিন্তু, টিকিট না পেয়ে ফের বিজেপিতে যান অর্জুন সিং। কিন্তু, সেখানে গিয়েও এবার আর জয়ের মুখ দেখতে পেলেন না অর্জুন। শেষ পর্যন্ত সেখানে বাজিমাত করলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।
ভোট গণনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই পিছিয়ে ছিলেন অর্জুন সিং। বেলা যত বাড়তে থাকে পিছিয়ে থাকার ব্যবধান আরও বেড়ে যায়। এরই মধ্যে ভোটে পিছিয়ে থাকায় মেজাজ হারানোর অভিযোগ ওঠে অর্জুনের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত সেখানে জয়ের হাসি হাসলেন পার্থ ভৌমিক।
জয়ের পর পার্থ ভৌমিক বলেন, ‘বিজেপি ভূমিপুত্রদের সম্মান দেয় না। তার ফল বারাকপুরে ভোগ করেছে ওরা। এই বারাকপুরে যদি বিজেপির অন্য কোনও প্রার্থী থাকত তাহলে অনেক হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারত। বারাকপুরের মানুষ গুন্ডাবাজদের পছন্দ করে না। বারাকপুরের মানুষ যে দীর্ঘদিন ধরে যে গুন্ডাবাজি চলছে তার বিরুদ্ধে রায় দিয়েছে।’
জয়ের পরে অর্জুনকে তীব্র কটাক্ষ করেন পার্থ ভৌমিক। তিনি বলেন, ‘মানুষ ছেলেদের হাতে বোমা নয়, পেন দেখতে চাই। আর ও সবার হাতে বোমা তুলে দিয়েছে। ওর কোনও নীতি নেই, আদর্শ নেই, ধান্দাবাজ, টাকা লুট করে, সব ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তোলে। তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে।’