গবেষণার সময় ল্যাবে বিস্ফোরণের ফলে গুরুতর আহত হয়েছিলেন দুর্গাপুর এনআইটির এক অধ্যাপক। চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা গেলেন তিনি। অধ্যাপকের নাম ইন্দ্রজিৎ বসাক। তিনি এনআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। বিস্ফোরণের ফলে মারাত্মকভাবে দগ্ধ হয়ে গিয়েছিলেন অধ্যাপক। আজ সোমবার দিল্লির একটি হাসপাতালে তিনি মারা যান। এছাড়াও, এই দুর্ঘটনায় বিস্ফোরণে আরও এক ছাত্র আহত হয়েছেন।
আরও পড়ুন: আইআইটি খড়্গপুরে উদ্ধার পড়ুয়ার দেহ, নেপথ্যে কি র্যাগিং? তদন্ত শুরু
প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল পয়লা বৈশাখের দিন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের নিয়ে থার্মিট ওয়েল্ডিংয়ের গবেষণার কাজ করছিলেন বছর ৬৪-এর ওই অধ্যাপক। সেই সময় আশঙ্কা বিস্ফোরণ ঘটে ল্যাবে। তাতে অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক এবং আসানসোলের বাসিন্দা এক ছাত্রের উপর রাসায়নিক গিয়ে পড়ে। ঘটনায় গুরুতরভাবে ঝলসে যান অধ্যাপক। তাঁর শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল।
দুজনকেই উদ্ধার করে প্রথমে দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছাত্র সুস্থ হয়ে উঠলেও অধ্যাপকের অবস্থার অবনতি হতে থাকে। ঘটনায় উন্নততর চিকিৎসার জন্য অধ্যাপককে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেও বাঁচানো সম্ভব হয়নি চিকিৎসককে। সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়। আজ সকালে তিনি প্রয়াত হয়েছেন বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে।