
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
খড়্গপুর ডিভিশনে লাইনচ্যুত মেদিনীপুর লোকাল। জানা গিয়েছে, খড়্গপুর ছেড়ে গিরি ময়দান স্টেশনে ঢোকার মুখে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় লোকাল ট্রেনটি দ্রুত গতিতে চলছিল না। এই কারণে বড়সড় কোনও ক্ষতি হয়নি। দুর্ঘটনার জেরে হতাহতের কোনও খবর নেই। তবে এই দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তাঁরা।
উল্লেখ্য, রাজ্যজুড়ে রেল অবরোধের জেরে এমনিতেই আজ রেল চলাচল ব্যাহত হয়েছে। ‘সারনা ধর্ম কোড’ চালু করার দাবিতে রাজ্যজুড়ে আদিবাসীরা রেল অবরোধ করেন। পূর্ব বর্ধমানে জৌগ্রাম, মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কাঁটাডিতে সকাল থেকেই রেল অবরোধ করেন আদিবাসীরা। রেল অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। মোট পাঁচ দফা দাবিতে সকাল থেকে এই অবরোধ চলছে। রেললাইনের উপর ধামসা, মাদল বাজিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছেন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা।
এই অবরোধের জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। অনেক ট্রেন দেরিতে চলছে। অনেক ট্রেন মাঝপথেই দাঁড়িয়ে পড়েছে। অবরোধের জেরে দাঁড়িয়ে পড়েছে আনন্দবিহার–পুরী, ডাউন শতাব্দী এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস। খড়্গপুর ডিভিশনে ইতিমধ্যেই টাটানগর স্টিল এক্সপ্রেস, টাটানগর প্যাসেঞ্জার বাতিল হয়েছে। বাতিল করেছে খড়্গপুর প্যাসেঞ্জার, টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস–সহ আরও একাধিক ট্রেন।
৳7,777 IPL 2025 Sports Bonus