
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অনটনের জেরে দাম্পত্যকলহ। আর তার জেরেই স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনা পূর্ব বর্ধমানের মেমারির সোনারা এলাকার। নিহতের নাম অনিমা টুডু। গুরুতর আহত স্বামী লক্ষ্মীরাম হেমব্রমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের তরফে জানা গিয়েছে, সোনারায় অনিমা দেবীর বাবার বাড়ি। তাঁর বিয়ে হয়েছিল হুগলির দাদপুরে। কিন্তু বিয়ের পর থেকে লক্ষ্মীরাম কোনও রোজগার করতেন না। তাই বিয়ের পর থেকেই আশান্তি লেগে ছিল অনিমা ও লক্ষ্মীরামের মধ্যে। অনটন সইতে না পেরে বাবার বাড়িতে থাকতে শুরু করেন অনিমা। এতেই লক্ষ্মীরামের তাঁর ওপর ক্ষোভ জন্মায়।
সোমবার রাতে স্ত্রীর খোঁজ নিতে মেমারিতে শ্বশুরবাড়ি আসেন লক্ষ্মীরাম। সেখানে দম্পতির মধ্যে তুমুল কলহ শুরু হয়। ঘরের দরজা বন্ধ করে অনিমার ওপর হামলা চালায় সে। পরিবারের সদস্যরা বার বার দরজা খুলতে বললেও কাজ হয়নি। কিন্তু অনিমার আর্তনাদ শুনে দরজা ভেঙে ঢোকেন তাঁরা। দেখের মেঝেয় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ২ জনেই। দম্পতিকে হাসপাতালে নিয়ে গেলে অনিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীরামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনিমার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে মেমারি থানার পুলিশ।
পরিবারের তরফে জানানো হয়েছে, ধারালো কাস্তে নিয়ে অনিমার ওপর হামলা চালায় লক্ষ্মীরাম। তাতেই মৃত্যু হয় বধূর। অনিমা বাধা দিলে আহত হন লক্ষ্মীরাম নিজেও। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। লক্ষ্মীরাম হাসপাতাল থেকে ছুটি পেলে তাঁকে গ্রেফতার করা হবে বলে জানা গিয়েছে। এই খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports