বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee on Egra blast: পুলিশের উপর দোষ চাপিয়ে এগরা বিস্ফোরণের দায় ঝাড়লেন মমতা, বললেন ‘চোখ খুলে’ গিয়েছে
পরবর্তী খবর
Mamata Banerjee on Egra blast: পুলিশের উপর দোষ চাপিয়ে এগরা বিস্ফোরণের দায় ঝাড়লেন মমতা, বললেন ‘চোখ খুলে’ গিয়েছে
1 মিনিটে পড়ুন Updated: 27 May 2023, 11:43 AM ISTAyan Das
শনিবার খাদিকুলে গিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার যাবতীয় দায় পুলিশ ও গোয়েন্দা বিভাগের ঘাড়ে চাপিয়ে দিলেন
মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে ফেসবুক)
ক্ষমা চাইলেন, আর্থিক সাহায্য দিলেন, চাকরি দিলেন - কিন্তু এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর থেকে যে ধিকিধিক আগুন জ্বলছিল, সেটা কি নিভল? সেই উত্তর সময় বলবে। তবে শনিবার খাদিকুলে গিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার যাবতীয় দায় পুলিশ ও গোয়েন্দা বিভাগের ঘাড়ে চাপিয়ে দিলেন। তিনি দাবি করেন, গোয়েন্দা বিভাগের ব্যর্থতায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশও কোনও ‘অ্যাকশন’ নেয়নি।
বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ১১ দিন পর শনিবার এগরার খাদিকুলে আসেন মমতা। সেই ঘটনায় যে ১১ জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তারপর মৃতদের পরিবারপিছু আড়াই লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করেন। পরিবারের একজন সদস্যের হাতে হোমগার্ডের চাকরি তুলে দেন। আগামিকাল থেকেই তাঁরা কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন মমতা। সেইসঙ্গে মমতা আশ্বাস দিয়েছেন, যারা পড়াশোনা করতে চায়, তাদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার।
তারইমধ্যে মমতা বলেন, ‘(এগরার) ঘটনায় আমাদের চোখ কুলে গিয়েছে। আমরা ঠিক করেছি যে আগামী দু'মাসের মধ্যে আমার কাছে একটি রিপোর্ট আসবে। মুখ্যসচিবের নেতৃত্বে আমরা একটি কমিটি তৈরি করেছি, (সেই কমিটি রিপোর্ট। বেআইনি বাজি কারখানায় চাকরি করেন অনেক গরিব মানুষ। তাঁদের যাতে চাকরি নষ্ট না হয়, তাঁদের যাতে জীবন নষ্ট না হয়, সেজন্য একটি পরিকল্পনা করছি।’ সেইসঙ্গে মমতা দাবি করেন, জনবহুল এলাকা থেকে কিছুটা দূরে বাজি তৈরির কারখানার ক্লাস্টার তৈরি করবে রাজ্য সরকার।
মমতা জানান, বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগকেও গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, 'আমি স্থানীয় মানুষকে বলব যে আপনারাও লক্ষ্য রাখুন। যদি কোনও বেআইনি বাজি কারখানায় আতসবাজি তৈরি হয়, সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন। যদি সেই ওসি অ্যাকশন না নেন, তাহলে আমার উপর ছেড়ে দেবেন। আমি ওসিকে দু'দিনে চেঞ্জ করে দেব। এখানকার ওসিও চেঞ্জ হয়ে গিয়েছেন। নতুন ওসি এসেছেন। কারণ তাঁকে বলা সত্ত্বেও অ্যাকশন নেননি। আমি শুনেছি এটা। সঠিক সময় ইন্টেলিজেন্স কাজ করলে এই ঘটনা ঘটত না।'