মালবাজারে বিসর্জন বিপর্যয়ে মৃতের আসল সংখ্যা লুকাচ্ছে মমতা সরকার। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে এমনই দাবি করলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। এদিন বিজেপি সাংসদ ও বিধায়কদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। বিপর্যয়ের জন্য পুলিশ ও প্রশাসনকে দায়ী করেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা।
এদিন মনোজ টিগ্গা বলেন, ‘আগে থেকে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছিল। কয়েকদিন আগে এখানে একটি ট্রাক জলের তোড়ে ভেসে যায়। তার পরেও কেন প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল না?’
তাঁর প্রশ্ন, ‘যুবরাজ এলে তো পুলিশে এলাকা ছেয়ে যায় আর সাধারণ মানুষের জন্য সিভিল ডিফেন্সের ৮ জন কর্মী আর দড়ি কেন?’ তাঁর অভিযোগ, হড়পা বানে যখন শিশু - মহিলারা ভেসে যাচ্ছে তখন স্থানীয় যুবকরা জলে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করার চেষ্টা করছিল। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়’।
মালবাজারে হড়পা বানে মৃতদের পরিবারকে ২ লাখ করে ক্ষতিপূরণ,শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
মনোজ টিগ্গার চাঞ্চল্যকর অভিযোগ, ‘বুধবার সন্ধ্যার ঘটনায় এখনো অনেকে নিখোঁজ। আমরা হাসপাতালে গিয়েছিলাম, সেখানে বহু বাবা - মা এখনো তাঁদের সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন। নিখোঁজের সংখ্যাটা ৩০ – ৪০ হবে। পুলিশ প্রশাসন মৃতের সংখ্যা কম করে দেখাচ্ছে। পরে দমকল যে সব দেহ উদ্ধার করেছে তার কোনও হিসাব কারও কাছে নেই।’