আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে। আর তার ১০ দিন আগে দিঘার সমুদ্র থেকে ভেসে উঠল জগন্নাথদেবের কাঠের মূর্তি। রবিবার বিকেলে মাইতি ঘাটে (জগন্নাথ মন্দিরের নয়া ঘাট) জগন্নাথদেবের মূর্তি দেখতে পান কয়েকজন ব্যক্তি। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শ্রমিকরা নবনির্মিত জগন্নাথ ঘাটে কাজ করছিলেন। সেইসময় সমুদ্রের জলে জগন্নাথদেবের সাদা মূর্তি ভেসে আসতে দেখেন এক শ্রমিক। তিনি তড়িঘড়ি ঘাটের কাছে এক ব্যক্তিকে ডাকেন। তাঁরা দু'জনে মিলে জগন্নাথদেবের মূর্তি তুলে নিয়ে আসেন। আর সেই খবর চাউর হয়ে যেতেই অনেকে ঘাটের কাছে ভিড় জমাতে থাকেন। জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগেই স্বয়ং জগন্নাথদেবের মূর্তি ভেসে আসার ঘটনায় সকলেই কৌতূহলী হয়ে পড়েন।
জোয়ারের সময় জগন্নাথদেবের মূর্তি ভেসে ওঠে
তারইমধ্যে স্বপন দোলাই নামে এক ব্যক্তি বলেন, ‘জগন্নাথ মন্দিরের মূল ঘাটে কর্মচারীরা কাজ করছিলেন। সেইসময় জোয়ার চলছিল। জোয়ার চলার কারণেই জগন্নাথ ঠাকুরের মূর্তি ভেসে আছে। সেইসময় একজন শ্রমিক প্রথমে জগন্নাথদেবের মূর্তি দেখতে পান। উনি প্রথমে ধরেন। তারপর আমায় ডাকেন। আমরা দু'জনে মিলে জগন্নাথ ঠাকুরের মূর্তি তুলে আনি। আর এখানে বসিয়ে রাখি। পরে বিষয়টি ছড়িয়ে পড়ে।’
যেন আশীর্বাদ করলেন জগন্নাথদেব
আর দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগেই এরকম ঘটনা ঘটায় অনেকেই আপ্লুত হয়ে গিয়েছেন। তাঁরা বলতে শুরু করেছেন, স্বয়ং জগন্নাথদেব যেন আশীর্বাদ করলেন। একজন তো বলেছেন, 'দিঘার সাগরতীরে আমাদের প্রিয় বঙ্গভূমিতে প্রভু জগন্নাথের পবিত্র বিগ্রহ ভেসে এসে শান্তি ও সম্প্রীতির সুমধুর বার্তা ছড়িয়ে দিলেন।'
আরও পড়ুন: Suvendu Adhikari: ‘জালি হিন্দুদের অস্তিত্ব ফাঁস করব’ জগন্নাথ মন্দির নিয়ে সমাবেশের ডাক শুভেন্দুর
কখন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে?
এমনিতে ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত যা ঠিক আছে, তাতে ২৯ এপ্রিল জগন্নাথ মন্দিরে যজ্ঞের অনুষ্ঠান হবে। আর উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩০ এপ্রিল। সেদিন দুপুর ৩ টে থেকে দুপুর ৩ টে ১০ মিনিটের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা আছে।
আর সেই মেগা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখছে না রাজ্য সরকার। মন্দির উদ্বোধনের আগে বিশেষ প্রস্তুতি বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন মন্ত্রীকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। দিঘায় উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ভিআইপিরা হাজির থাকলেও সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে হবে।