২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ‘তারে জামিন পার’। ছোটদের নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি এক কথায় মন জিতে নিয়েছিল সকলের। প্রায় ২০ বছর হতে চলল কিন্তু এখনও এই সিনেমা নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা কিছু কম নেই। এবার মুক্তি পেতে চলেছে সিনেমার সিক্যুয়েল, ‘সিতারে জামিন পার’।
‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খান এবং দর্শিল সাফারি অভিনয় করলেও সিনেমার গল্প এবং চরিত্র কিন্তু অনেকটাই আলাদা। এই সিনেমায় বহু বছর পর অভিনয় করবেন জেনেলিয়াও। তবে এই সিনেমাটি মানুষকে আগের মতো কাঁদাবে না, বরং হাসাবে। এবার সিনেমার গল্প এবং চরিত্র নিয়ে খুঁটিনাটি তথ্য দিলেন আমির খান।
আরও পড়ুন: 'রাত জেগে সৃজিতের...', ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ দেখে কী লিখলেন তসলিমার?
আরও পড়ুন: ‘কিং’ সিনেমায় নতুন চমক! শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন আরশাদ?
সম্প্রতি চায়না ফ্যান ক্লাবের সঙ্গে আলাপচারিতায় নতুন সিনেমা নিয়ে কথা বলেন আমির খান। সাক্ষাৎকারে আমির বলেন, ‘এখন আমি সিতারে জামিন পার সিনেমা নিয়ে ব্যস্ত। সিনেমাটি তারে জামিন পার সিনেমার দ্বিতীয় পর্ব। প্রতিদ্বন্দ্বী মানুষের গল্প আরও একবার দেখতে পাবেন এই সিনেমায়।’
আমির বলেন, ‘তারে জামিন পর যেমন আপনাকে কাঁদিয়েছে, এই ছবিটি আপনাকে হাসাবে। ছবিটি কমেডির মোড়কে তৈরি করা হয়েছে, কিন্তু দুটি সিনেমা থিম এক। তবে আমার চরিত্রে কিছু পরিবর্তন এসেছে। নিকুম্ব এখানে গুলশান।’
অভিনেতা বলেন, ‘নিকুম্ব একজন সংবেদনশীল ব্যক্তি ছিলেন কিন্তু এই ছবিটা আমার চরিত্রের নাম গুলশান। এই ছবির ব্যক্তিত্ব নিকুম্বের একেবারেই বিপরীত। সে ভীষণ অভদ্র, সকলের সঙ্গে ঝগড়া করে, সকলকে অপমান করে। বাড়িতে স্ত্রী এবং মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না।’
আরও পড়ুন: 'অপরিণত সমাজে আমরা...', ফুলে বিতর্কে অবশেষে মুখ খুললেন পরিচালক অনন্ত মহাদেবন
আরও পড়ুন: কাকু-কাকিমার সঙ্গে ইস্টার উদযাপন মালতীর, ছবি শেয়ার করে কী লিখলেন প্রিয়াঙ্কা?
চরিত্র নিয়ে অভিনেতা আরও বলেন, ‘গুলশান একজন বাস্কেটবল কোচ। সে নিজের সিনিয়র কোচকে পর্যন্ত মারধর করে। তবে এটি সে ইচ্ছাকৃতভাবে করে না, তার ভেতরে অনেক সমস্যা রয়েছে। গল্প যত এগোবে ততো এর সমাধান হতে থাকবে। কীভাবে এই পরিবর্তন ঘটবে সেটাই শেখার।’
প্রসঙ্গত, ‘সিতারে জামিন পার’ ছবিটি স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন্স’ - এর রিমেক। এই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে। আপাতত ছবির কাজ নিয়ে ভীষণ ব্যস্ত কলাকুশলীরা। ছবি মুক্তির তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে মনে করা হচ্ছে আগামী বছরেই ছবিটি মুক্তি পাবে।