প্রবল উত্তেজনার মধ্যে দিয়ে গত ৩০ অক্টোবর খড়দহে অনুষ্ঠিত হয়েছিল বিধানসভা উপনির্বাচন। আজ সেই লড়াইয়ের ফল প্রকাশের দিন।
শোভনদেব চট্টোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
প্রবল উত্তেজনার মধ্যে দিয়ে গত ৩০ অক্টোবর খড়দহে অনুষ্ঠিত হয়েছিল বিধানসভা উপনির্বাচন। অভিযোগ ওঠে, বিজেপি প্রার্থীর রক্ষীদের হাতে আক্রান্ত হয়েছিলেন প্রয়াত বিধায়ক কাজল সিনহার ছেলে আর্যদীপ। আবার খড়দহে ভুয়ো বাংলাদেশি ভোটার পাকড়াও করার অভিযোগ তুলেছিল বিজেপি। আজ সেই লড়াইয়ের ফল প্রকাশের দিন :
02 Nov 2021, 01:51 PM IST
খড়দহে দ্বিতীয় স্থান ধরে রাখল বিজেপি
খড়দহে ৯৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের। এদিকে সিপিএম প্রার্থীর থেকে মাত্র ৪ হাজার ভোট বেশি পেয়ে কষ্টার্জিত দ্বিতীয় স্থান ধরে রাখে বিজেপি।
02 Nov 2021, 01:39 PM IST
১৫ রাউন্ড শেষে ৯২ হাজারে এগিয়ে তৃণমূল
১৫ রাউন্ড শেষে ৯২ হাজারেরও বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
02 Nov 2021, 01:04 PM IST
'আমার স্বামীর অসম্পূর্ণ স্বপ্ন উনিই পূর্ণ করবেন'
প্রয়াত বিধায়ক কাজল সিনহার স্ত্রী এই জয়ের প্রেক্ষিতে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক লোককেই প্রার্থী করেছেন খড়দহ বিধানসভায়। এখানে শোভনদেব চট্টোপাধ্যায় জিতবেন। এবং ভালো ব্যবধানে জিতবেন। আমার স্বামীর অসম্পূর্ণ স্বপ্নগুলোকে উনিই পূর্ণ করবেন। খুব ভালো মানুষ। এরই মধ্যে সবার সাথে মিশে গিয়েছেন। সবার সঙ্গে কথা বলেছেন। আশা রাখব প্রচুর ব্যবধানে জিতবেন শোভনদেব চট্টোপাধ্যায়।’
02 Nov 2021, 01:01 PM IST
৭০ হাজার ৮০ ভোটে এগিয়ে গেল তৃণমূল
দ্বাদশ রাউন্ডের ভোট গণনা শেষে ৭০ হাজার ৮০ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
02 Nov 2021, 12:49 PM IST
‘এটা আমাদেরই আসন…’
অন্যদিকে ভুয়ো ভোটার,বাংলাদেশী ভোটার নিয়ে যে অভিযোগ উঠেছিল, সেই বিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আড়াই লক্ষ্য ভোটার এখানে। কোনও এক জায়গায় কি হয়েছে… বাংলাদেশ থেকে ঠিকই এসেছে সেই লোক (অভিযুক্ত ভোটার)। কিন্তু সে বর্তমানে এখানকার ভোটার, এখানে মাছ বিক্রি করে। এখানকার মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছিল। এটা আমাদেরই আসন। এখন পার্থক্য কত ব্যবধানে হয় সেটাই দেখার।’
02 Nov 2021, 12:49 PM IST
'বিজেপির নৈতিক জয়'
'ফলাফল কি হতে চলেছে ৩০ তারিখই বোঝা গিয়েছিল। যেভাবে ভোটারদের প্রভাবিত করা হয়েছিল, বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছিল। ফলস ভোট দেওয়া হচ্ছিল…' খড়দহ উপ নির্বাচনে গণনা কেন্দ্রে এসে প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী জয় সাহার। তিনি আরও বলেন, ‘সেইদিন মানুষের কাছে সত্যটা তুলে ধরতে পেরেছিলাম। ৩০ তারিখ ভারতীয় জনতা পার্টির নৈতিক জয় হয়ে গিয়েছে। আগামী ৫ বছর মানুষ দেখবে, বুঝবে।’ সিপিএম দীর্ঘ সময় ধরে দ্বিতীয় স্থানে ছিল এই কেন্দ্রে। এই বিষয়ে জয় সাহা বলেন, 'তৃণমূল প্রথম থেকেই বিজেপিকে প্রচার করতে দেয়নি। ভোটারদের ভোট দিতে দেয়নি। সেই কারণেই এই ফলাফল।
02 Nov 2021, 12:44 PM IST
৬২ হাজারে এগিয়ে গেল তৃণমূল
১১তম রাউন্ডের ভোট গণনার পর ৬২ হাজার ৫৭৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
02 Nov 2021, 12:43 PM IST
দ্বিতীয় স্থানে উঠে এলেন বিজেপি প্রার্থী জয় সাহা
পরপর বেশ কয়েক রাউন্ড তৃতীয় স্থানে থাকার পর ফের দ্বিতীয় স্থানে উঠে এলেন বিজেপি প্রার্থী জয় সাহা।
02 Nov 2021, 12:29 PM IST
দশম রাউন্ড পর ৫৩ হাজারে এগিয়ে তৃণমূল
দশম রাউন্ড গণনা পরে ৫৩ হাজার ৫৩৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
02 Nov 2021, 12:09 PM IST
৪৬ হাজারে এগিয়ে শোভনদেব
অষ্টম রাউন্ড গণনা পরে ৪৬ হাজার ৭২৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
02 Nov 2021, 12:01 PM IST
'এটা প্রত্যাশিত ছিল…'
'এটা প্রত্যাশিত ছিল। আমরা ভালো লড়াই করেছি, আমরা স্বাচ্ছন্দ্যে জিতেছি। বিজেপি যত পিছিয়ে যাবে, গণতন্ত্রের জন্য ততই মঙ্গল। জনগণ তাদের সরকারের প্রতি ক্ষুব্ধ...আমাদের দল নির্দে দিয়েছে যাতে নির্বাচন-পরবর্তী হিংসা না হয়। এরম কিছুই হবে না' : সৌগত রায়, তৃণমূল সাংসদ
02 Nov 2021, 12:00 PM IST
৩৮ হাজার ভোটে এগিয়ে তৃণমূল
অষ্টম রাউন্ড গণনা পরে ৩৮ হাজার ৯৭৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
02 Nov 2021, 11:37 AM IST
৩৩ হাজারে এগিয়ে শোভনদেব
সপ্তম রাউন্ড শেষে ৩৩ হাজার ২০১ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ৯ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বামপ্রার্থী। তৃতীয় স্থানেই রয়েছে বিজেপি প্রার্থী জয় সাহা।
02 Nov 2021, 11:05 AM IST
ষষ্ঠ রাউন্ডে ২৭ হাজারে এগিয়ে তৃণমূল
ষষ্ঠ রাউন্ড গণনা শেষে ২৭ হাজার ৭৬৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
02 Nov 2021, 11:05 AM IST
পঞ্চম রাউন্ড গণনা শেষে ২২ হাজারে এগিয়ে শোভনদেব
পঞ্চম রাউন্ড গণনা শেষে ২২ হাজার ৭৬৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
02 Nov 2021, 10:47 AM IST
১৮ হাজার ভোটে এগিয়ে শোভনদেব
চতুুর্থ রাউন্ড শেষে শোভনদেব চট্টোপাধ্যায় ১৮ হাজার ভোটে এগিয়ে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে। এখনও তৃতীয় স্থানেই রয়েছেন বিজেপি প্রার্থী জয় সাহা।
02 Nov 2021, 10:36 AM IST
প্রায় ১৪ হাজার ভোটে এগিয়ে শোভনদেব
প্রায় ১৪ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
02 Nov 2021, 09:53 AM IST
বামফ্রন্ট প্রার্থী দেবজ্যোতি দাস দ্বিতীয় স্থানে
নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৯ হাজার ৬৫৪ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। এখানে বিজেপি তৃতীয় স্থানে নেমে গিয়েছে। এই কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী দেবজ্যোতি দাস দ্বিতীয় স্থানে রয়েছেন।
02 Nov 2021, 09:09 AM IST
প্রথম রাউন্ড শেষে ১২০০ ভোটে এগিয়ে শোভনদেব
প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী জয় সাহার থেকে ১২০০ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
02 Nov 2021, 07:13 AM IST
১৬ রাউন্ড গণনা হবে খড়দহে
১৬ রাউন্ড গণনা হবে খড়দহে। সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। কাজল সিনহার প্রয়াণে এখানে তৃণমূল কংগ্রেস সহানুভূতির জেরে অনেকটা এগিয়ে আছে। তাছাড়া আগে এখানে জিতেছিল তৃণমূল কংগ্রেস।
02 Nov 2021, 07:13 AM IST
কেন উপনির্বাচন খড়দহে?
খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলই জিতেছিল। কিন্ত ২ মে ফলপ্রকাশের আগেই করোনায় আক্রান্ত হয়ে মারা যান সেখানকার তৃণমূল প্রার্থী কাজল সিনহা। এরপরই আসনটি বিধায়ক শূন্য হয়ে পড়ে। এর জেরেই উপনির্বাচন হয় এই কেন্দ্রে।
02 Nov 2021, 07:13 AM IST
বাম-কংগ্রেস জোট
এই আসনে বামফ্রন্ট প্রার্থী করে দেবজ্যোতি দাসকে। কংগ্রেস এই আসনে প্রার্থী দেয়নি। তারা বাম প্রার্থীকে সমর্থন জানায়।
খড়দহ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে লড়েন শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার সরকারে কৃষিমন্ত্রী তিনি। ভবানীপুরের আসন নেত্রীর জন্য ছেড়ে দিতে দ্বিতীয়বার ভাবেননি। দলের জন্য বিধায়ক পদে ইস্তফা দেন। কিন্তু ৬ মাসের মধ্যে কোনও না কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে শোভনদেবকে। সেইমতো খড়দা কেন্দ্র থেকেই উপনির্বাচনে প্রার্থী করা হয় শোভনদেবকে।
02 Nov 2021, 07:13 AM IST
বিধানসভা নির্বাচনে খড়দহে জিতেছিল তৃণমূল
গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় হয়েছিল খড়দায়। সেই মতো এই আসনটি ধরে রাখার লড়াইতে নামে ঘাসফুল শিবির। বিজেপির শীলভদ্র দত্তকে ২৮,১৪০ ভোটে হারিয়েছিলেন তৃণমূলের কাজল সিনহা। কিন্তু সেই জয় দেখার আগেই তিনি মারা যান।