ভিন রাজ্যে কর্মরত এক বাঙালি পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগে উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনাস্থল হরিয়ানার পানিপথ। তাঁকে বেধড়ক মারধর করা হয়। যার জেরে পা ভেঙে যায় ওই শ্রমিকের। ওই শ্রমিকের নাম মহম্মদ কবীর। তিনি উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের শোলপাড়া উকুসভাষা গ্রামের বাসিন্দা। অভিযোগ, কোনও প্রমাণ ছাড়াই ‘বাংলাদেশি’ সন্দেহে তাঁকে ও তাঁর সহকর্মীদের থানায় তুলে নিয়ে গিয়ে বর্বরভাবে মারধর করে পুলিশ।
আরও পড়ুন: মুম্বইয়ে আটক ডায়মন্ড হারবারের শ্রমিক, উদ্ধার করতে বাংলা থেকে টিম পাঠালেন অভিষেক
কবীর জানান, সেখানে একটি কার্পেট কারখানায় কাজ করেন তিনি। প্রায় পাঁচদিন আগে, হঠাৎই পুলিশ এসে তাঁদের তিন চারজনকে বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে যায়। কোনও কথা না শুনেই পুলিশ তাদের মারতে শুরু করে। তাঁর আধার, ভোটার সব নথি দেখেও পুলিশ থামেনি। কবীর জানান, এরপর তাঁদের চোখ বেঁধে, মুখে জল ঢেলে জোর করে স্বীকার করানোর চেষ্টা করা হয় বাংলাদেশি বলে। শেষপর্যন্ত, তাঁরা কিছু না বলায় মারধর করে ছেড়ে দেওয়া হয়। এই নৃশংসতার জেরে কবীরের একটি পা মারাত্মকভাবে জখম হয়। তিনি জানান, তাঁর চিকিৎসার সামর্থ্য নেই, বাড়িতে ফেরার খরচও নেই। স্ত্রী ও দুই সন্তানকে নিয়েই এখন তিনি পানিপথেই রয়েছেন। এবিষয়ে তিনি বাংলার সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।