উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার মধ্যেই হতে চলেছে বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচন। পরীক্ষার মধ্যে নির্বাচন হলে স্বভাবতই পরীক্ষার্থীদের অসুবিধা হবে। তাহলে কি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ফের বদল হতে চলেছে পরীক্ষার সময়সূচি? সেই জল্পনাই এখন শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগেও একবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য সূচি বদল করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। শেষ হওয়ার কথা আগামী ২৬ এপ্রিল। এরইমধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশনের তরফে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। শিক্ষক মহলের মতে, পরীক্ষার মধ্যে ভোট পড়লে ওই সব কেন্দ্রের মধ্যে যে সব স্কুল রয়েছে, সেখানে ভোটের প্রস্তুতির ব্যাপার থাকে। ভোটের দিন শিক্ষক-শিক্ষিকাদের ডিউটিও পড়ে। ফলে ফের উচ্চ মাধ্যমিকের সূচি ভোটের জন্য বদল করতে হবে কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এই বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্তের কথা জানানো হবে। অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেড মিসট্রেসের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানান, ভোটকে ঘিরে এই জটিলতার ফলে চরম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। নির্বাচন কমিশনকে এই বিষয়ে ভাবতে অনুরোধ করছি। কিছুদিন আগে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়ে যাওয়ায় সূচি একবার বদল করতে হয়েছে।