
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাজ্যে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের নতুন ছবি ধরা পড় মুর্শিদাবাদের ফরাক্কায়। সেখানে নতুন শিক্ষাবর্ষের রুটিন নিয়ে বিবাদের জেরে শিক্ষকদের হাতে আক্রান্ত হলেন স্কুলের প্রধান শিক্ষক। আহত প্রধান শিক্ষক মনিরুলবাবুকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক তারিফ হোসেন মারামারির কথা অস্বীকার করেছেন।
নিউ ফরাক্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুলবাবু জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষে স্কুলের রুটিন তৈরির জন্য ৪ শিক্ষককে দায়িত্ব দিয়েছিলেন তিনি। তার মধ্যে রয়েছেন অভিযুক্ত শিক্ষক তারিফ হোসেনও। তারা আমাকে না জানিয়েই রুটিন ক্লাসে ক্লাসে বিলি করা শুরু করে দেন। এতে কয়েকজন শিক্ষক আমার কাছে লিখিত অভিযোগ জানান। আমি এর পর নতুন রুটিনে স্থগিতাদেশ জারি করি। শুক্রবার স্কুল চলাকালীন স্কুলের পরিচালন কমিটি সভাপতি অরুণোময় দাসকে নিয়ে আমার অফিসে আসেন তারিফ হোসেন। তখন পরিচালন সমিতির সভাপতির সামনেই তিনি ও আরও ৩ শিক্ষক আমাকে মারধর করেন।
জানা গিয়েছে, নিগ্রহের জেরে গুরুতর আহত হন মনিরুলবাবু। তাঁকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
আক্রান্ত প্রধান শিক্ষকের আরও দাবি, তাঁকে শক্তি জিনিস দিয়ে পিঠে ও বুকে মারা হয়েছে। এমনকী প্রাণে মারার হুমকিও দিয়েছে অভিযুক্তরা। ওদিকে অভিযুক্ত তারিফ হোসেনের দাবি, প্রধান শিক্ষকের ঘরে ঢুকতেই তাঁর কলার চেপে ধরেন মনিরুলবাবু। তখন আত্মরক্ষার্থে হাত চালিয়েছিলেন তিনি। তাতে পড়ে গিয়ে আহত হয়েছেন প্রধান শিক্ষক। তাঁর সামনেই ২ শিক্ষকের সংঘর্ষের ঘটনায় পদত্যাগ করেছেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports