এদিন সকালে শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় আপ ধৌলি এক্সপ্রেস। আন্দুল স্টেশন পার করে কিছুটা যাওয়ার পরে সরস্বতী নদী উপরে ১৭ নম্বর রেল ব্রিজের কাছে ট্রেনটিতে থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই সময় ট্রেনের তৃতীয় কামরার নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। এরপরে ট্রেনটি দাঁড়িয়ে যায়।
ট্রেন থেকে ধোঁয়া বের হচ্ছে। নিজস্ব ছবি।
শালিমার–পুরী আপ ধৌলি এক্সপ্রেসে আগুনের আতঙ্ক ছড়াল। আজ সোমবার সকালে হাওড়ার আন্দুল স্টেশন পার হয়ে যাওয়ার কিছুটা পরেই ট্রেনের একটি কামরার নিচ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। সেই সঙ্গে আগুনের স্ফুলিঙ্গও দেখা গিয়েছে। তা দেখার পর দাঁড়িয়ে যায় ট্রেনটি। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। অনেক যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। তবে গুরুতর সমস্যা নয় বলেই জানিয়েছে রেল। সমস্যার সমাধান হয়ে যাওয়ার পর আবার ট্রেনটি গন্তব্যস্থলের দিকে রওনা দেয়।
জানা গিয়েছে, এদিন সকালে শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় আপ ধৌলি এক্সপ্রেস। আন্দুল স্টেশন পার করে কিছুটা যাওয়ার পরে সরস্বতী নদী উপরে ১৭ নম্বর রেল ব্রিজের কাছে ট্রেনটিতে থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই সময় ট্রেনের তৃতীয় কামরার নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। এরপরে ট্রেনটি দাঁড়িয়ে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছন রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা। ট্রেনটি থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তীব্র হয়ে ওঠে। বহু যাত্রী প্রাণভয়ে ট্রেন থেকে নেমে পড়েন। এই ঘটনার পর স্থানীয়রা সেখানে ছুটে যান। প্রাথমিকভাবে রেলের আধিকারিকদের ব্রেক শু চাকায় আটকে গিয়েছিল। যার ফলে চাকার সঙ্গে ঘর্ষণ লাগার ফলে ধোঁয়া নির্গত হচ্ছিল। তবে আধ ঘণ্টার মধ্যে ইঞ্জিনিয়াররা ব্রেক শু মেরামত করেন। পরে পুনরায় ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনায় রেলের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।