বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Coocking oil: খোলা বাজারের থেকে ভোজ্য তেলের দাম বেশি রেশন দোকানে, ক্ষুব্ধ ডিলাররা
খোলা বাজারে ভোজ্য তেল যে দরে বিক্রি হচ্ছে রেশন দোকানে তার থেকে বেশি দরে বিক্রি হচ্ছে। আর তাতেই ক্ষোভ বাড়ছে গ্রাহক থেকে শুরু করে ডিলারদের মধ্যে। ডিলারদের একাংশের অভিযোগ, এ নিয়ে দফতরের আধিকারিকদেরই যোগসাজশ রয়েছে। একটি চক্র জড়িত রয়েছে। তাদের কারণে ভোজ্য তেলের দাম বেশি ধার্য করা হয়েছে রেশন দোকানে।
খাদ্য দফতর সুত্রের খবর, সম্প্রতি একটি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তিতে সর্ষে ও পাম এই দুই ধরনের ভোজ্য তেল ছাড়াও চিনি, আঠা দেওয়া হবে বলে জানানো হয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবরের মধ্যে মাত্র একবার এই সুবিধা পাবেন গ্রাহকরা। তবে সেই ক্ষেত্রে যে দাম ধার্য করা হয়েছে তা নিয়ে ক্ষোভ বাড়ছে ডিলারদের। সর্ষে এবং পাম তেলের দাম খোলা বাজারের থেকে প্রতি লিটারে ১০ থেকে ২০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে।