রামপুরহাট গণহত্যায় দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল সিবিআই তদন্তে। গোয়েন্দাদের দাবি, অগ্নিকাণ্ডের সময় দমকল কর্মীদের ভূমিকা সন্দেহের বাইরে নয়। তদন্তে উঠে আসা একাধিক তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা। কিন্তু কেন দমকলের ভূমিকায় সন্দেহ প্রকাশ করছেন গোয়েন্দারা?
রামপুরহাট গণহত্যার তদন্তে নেমে গত কয়েকদিন ধরে দমকলের ওসিকে জিজ্ঞাসাবাদ করছিলেন গোয়েন্দারা। গত শুক্রবার রাতে দমকল কর্মীদের সঙ্গে ঘটনাস্থলে যান তাঁরা। এর পর গোটা ঘটনাক্রম তাঁদের কাছ থেকে বোঝার চেষ্টা করেন তাঁরা। আর এর পরই উঠে এসেছে একাধিক প্রশ্ন।
তদন্তে জানা গিয়েছে, গত ২১ মার্চ রাত ১০.২২ মিনিট নাগাদ দমকল ঘটনাস্থলে পৌঁছেছিল। তখন দাউদাউ করে জ্বলছিল সোনা শেখের বাড়িসহ পাশের বাড়িগুলি। দমকলকর্মীরা আগুন নিভিয়ে একের পর এক বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে সেখানে কেউ আটকে রয়েছেন কি না। এর পর গ্রাম ছাড়ে তারা। গ্রামবাসীদের দাবি, দমকল যখন এলাকা ছেড়ে চলে যায় তখনও জ্বলছিল সোনা শেখের বাড়ি।
গোয়েন্দাদের প্রশ্ন, তবে কি পুলিশের মতো দমকলের কাজও নিয়ন্ত্রণ করছিলেন কোনও রাজনৈতিক নেতা। প্রকাশ্যে না হলেও প্রচ্ছন্নে নির্দেশ দিচ্ছিলেন কেউ? নইলে কেন সোনা শেখের বাড়ির আগুন নেভাল না তারা?