
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিজেপি নেত্রীর বাড়ি থেকে উদ্ধার হল গাঁজার পাহাড়। ওই বিজেপি নেত্রীর বাড়িতে হানা দিয়ে গাঁজা উদ্ধার–সহ তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধেই গাঁজার ব্যবসা করার অভিযোগ ছিল। শনিবার এই ঘটনা ঘিরে তুমুল আলোড়ন ছড়িয়ে পড়েছে হাওড়া জেলার সাঁকরাইলের নবঘড়া সর্দার পাড়ায়। সেখান থেকেই ৪১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কান্দুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্যা রূপা রায়ের নবঘড়া সর্দারপাড়ার বাড়ি থেকে প্রায় ৪১ কেজি গাঁজা উদ্ধার করে হাওড়া পুলিসের গোয়েন্দা বিভাগ ও সাঁকরাইল থানা। নিষিদ্ধ মাদকের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পঞ্চায়েত সদস্যার স্বামী নিমাই রায় ওরফে নাদু–সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নিমাইবাবু এলাকার বিজেপি নেতা।
এদিকে এই বিজেপি নেতার সঙ্গেই ছবি রয়েছে স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে আজ রবিবার সকাল থেকেই হইহই কাণ্ড শুরু হয়ে গিয়েছে। ওই এলাকায় এবং গোটা রাজ্যে জোর চর্চা শুরু হয়েছে। আগে পামেলা গোস্বামী বলে এক বিজেপির মহিলা নেত্রীক পুলিশ গ্রেফতার করেছিল নিষিদ্ধ মাদক রাখার জন্য। আবার একই অভিযোগে বিজেপির পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর নাম জড়াল গাঁজার কারবার করার ক্ষেত্রে। তাহলে কি বিজেপি নেতা–নেত্রীরা গোপনে মাদক ব্যবসা করে? উঠছে প্রশ্ন।
অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দারা, বিজেপির ওই পঞ্চায়েত সদস্যার বাড়িতে আসেন। আর তল্লাশি করতেই বিপুল পরিমাণ গাঁজা মজুত আছে সেটা বেরিয়ে পড়ে। এই গাঁজা দিয়েই স্থানীয় এলাকায় রমরমিয়ে চলছে মাদকের ব্যবসা। প্রাথমিক তদন্তে এই তথ্য হাতে আসে তদন্তকারীদের। সূত্রের খবর, কান্দুয়ার নবঘড়া সর্দারপাড়ায় রূপা রায়ের বাড়ির পাশেই টালির ছাউনি করা একটি ঘর দেখে সন্দেহ হয় পুলিশের। সেখানে তল্লাশি করতেই উদ্ধার হতে থাকে কেজি কেজি গাঁজার প্যাকেট। যা দেখে চোখ কপালে ওঠে পুলিশের। গাঁজা ওজন করার জন্য ব্যবহৃত একটি ওজন মেশিনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সতর্কতায় সিলমোহর কেন্দ্রের, মাস্ক পরার পরামর্শ নয়াদিল্লি থেকে এল বাংলায়
ঠিক কে, কি বলছেন? এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পুলক রায়, অরূপ রায় বিজেপির এই কাজ নিয়ে চরম নিন্দা করেছেন। প্রশাসনকে কড়া হাতে এই সব বিষয় মোকাবিলা করার কথা বলেছেন দুই মন্ত্রী। আর দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামীর সঙ্গে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের ছবি প্রকাশ করেছেন। আর কুণাল বলেন, ‘এটাই বিজেপির আসল চরিত্র। বিজেপির পঞ্চায়েত সদস্যার বাড়ি থেকে ৪১ কেজি গাঁজা উদ্ধার কোনও মামুলি বিষয় নয়। তার উপর আবার তাঁর স্বামীর সঙ্গে শুভেন্দু, দিলীপের ছবি রয়েছে। অর্থাৎ যোগাযোগ স্পষ্ট। শুভেন্দু যখন লাফায় তখন ওঁর রক্ত পরীক্ষা করার দাবি করছি। সেখানে গাঁজা থাকতে পারে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports