
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শিলিগুড়ির বাম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে গেলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তাঁর সঙ্গে শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা বিগত দিনের অশোক ভট্টাচার্যের রাজনৈতিক শিষ্য বলে পরিচিত শঙ্কর ঘোষও ছিলেন। এদিকে সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে বিজেপি নেতাদের এভাবে বাম নেতার বাড়়িতে আগমনকে ঘিরে জোর জল্পনা শিলিগুড়িতে। তবে কি বাম ও গেরুয়া শিবির কাছাকাছি আসছে শিলিগুড়িতে?
কিন্তু কেন এভাবে দুই মেরুতে থাকা দুই নেতা একসারিতে বসে কথাবার্তা বললেন? এনিয়ে অশোক ভট্টাচার্য জানিয়েছেন, ৩০ তারিখে আমার স্ত্রীর মৃত্যুর এক বছর পূর্ণ হবে। তা নিয়ে একটি বার্তা পাঠিয়েছিলাম সাংসদকে। ও সেই সময় থাকতে পারবে না বলল। তাছাড়া দেওয়ালির ব্য়াপারটাও রয়েছে। আমি কিছু রাজনৈতিক, অর্থনৈতিক ব্যাপারটা ওকে বোঝাচ্ছিলাম। বললাম তোমরা অর্থনৈতিক বিষয়টি যদি না দেখো, তৃণমূলও বিষয়টি দেখছে না। আমাদের অর্থনীতি খুব খারাপ দিকে চলে যাচ্ছে। নতুন করে শ্রেণি আন্দোলনটা কীভাবে হবে এসব নিয়েও একটু কথা হল।
এনিয়ে বিজেপি সাংসদ রাজু বিস্ত জানিয়েছেন, রাজনৈতিক সাক্ষাৎ ছিল না। আজ দেওয়ালি। অশোকদার জীবন শৈলী, শিলিগুড়ির প্রতি তাঁর নিষ্ঠা রয়েছে। স্বাভাবিকভাবে আমাদের সবার অভিভাবক তিনি। দেওয়ালির শুভ কামনা জানানোর এসেছিলাম। অন্যের দলের মধ্যেও গুণী লোকজন আছেন। অশোকদার কাছে অনেক শেখার আছে।
আর তৃণমূল নেতা রঞ্জন সরকার বলেন, এই শহরে তো সাংসদকে খুঁজে পাওয়া যায় না। যে ভদ্রলোকের কাছে উনি গিয়েছিলেন তাঁর সঙ্গে বিজেপির দীর্ঘদিনের সখ্যতা রয়েছে। সিপিএম বিজেপি একসঙ্গে মিলে আছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports