তিক্ততা চলছিল বেশ কয়েকদিন ধরেই। এ আবহে বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অফিসে থাকা বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবি ঢাকা হয়েছিল দুই দিন আগেই। আর এবার প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিধায়কের। তাঁর দাবি, কেন্দ্রীয় মন্ত্রীত্ব হারিয়ে মানসিক অবসাদে ভুগছেন রায়গঞ্জের বিজে সাংসদ। পাশাপাশি কৃষ্ণর অভিযোগ, বিধানসভা নির্বাচনে তাঁকে হারাতে ষড়যন্ত্র করেছিলেন দেবশ্রী নিজেই।শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণ কল্যআণী বলেন, 'আমাকে ষড়যন্ত্র করে হারাতে চেয়েছিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। কিন্তু রায়গঞ্জের মানুষের আশীর্বাদ আর ভালোবাসায় আমি রায়গঞ্জ থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছি। দেবশ্রী চৌধুরীর মনে করতেন, উনি নাকি রাজ্যে বিজেপির তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন। তাই রায়গঞ্জ বিধানসভা থেকে নিজেই নির্বাচনে লড়তে চেয়েছিলেন উনি। তবে তা না হওয়ায় নাগাড়ে ষড়যন্ত্র করে চলেছেন আমার বিরুদ্ধে। তাই আমার বিধায়কের দফতরে তাঁর ছবি রাখার প্রয়োজন মনে করেননি তিনি।'ইতিমধ্যেই বিজেপির জেলা নেতৃত্বর সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন রায়গঞ্জের বিধায়ক। নেতৃত্ব ও সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলীয় সমস্ত কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অফিসে থাকা বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবি ঢাকা পড়ার পর থেকেই রাজনৈতিকমহলে শুরু হয়েছে গুঞ্জন। আর এদিন বিধায়কের বিস্ফোরক সব দাবি ও অভিযোগের পর এটা স্পষ্ট যে বিজেপির রায়গঞ্জের বিধায়ক ও সাংসদের মধ্যে সম্পর্কে ফাটল প্রবল আকার ধারণ করেছে।