ভাষা আন্দোলনের মঞ্চ থেকে রাজ্যের বিজেপি নেতাদের ‘গৃহবন্দি’ করে রাখার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা। বাঁকুড়ার জয়পুরে তৃণমূল ব্লক সভাপতি কৌশিক বটব্যাল এমনই হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ। রবিবার বাঁকুড়ার জয়পুরে দলের ডাকা ‘ভাষা প্রতিবাদ আন্দোলন’ সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে যেমন রাজনৈতিক মহলে শোরগোল, তেমনই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও।
আরও পড়ুন: বাংলাদেশি সন্দেহে শ্রমিকদের জামাকাপড় খুলিয়ে পরীক্ষা, লজ্জাজনক ঘটনা হরিয়ানায়
ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে রাজ্যজুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনেরই অঙ্গ হিসেবে জয়পুরে আয়োজিত সভায় অংশ নেন ব্লক সভাপতি কৌশিক বটব্যাল। সেখানেই তিনি বলেন, ভিনরাজ্যে কোনও শ্রমিকের উপর অত্যাচারের ঘটনা ঘটলে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রাজ্যের বিজেপি নেতাদের বাড়ির সামনে ব্যারিকেড গড়ে গৃহবন্দি করে রাখা হবে। কৌশিকবাবু আরও একধাপ এগিয়ে বলেন, পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হলে স্বতঃস্ফূর্ত গণআন্দোলনের মধ্যেই বিজেপি নেতাদের গৃহবন্দি করা হবে। তৃণমূল বরাবর মানুষের পাশে আছে, থাকবেও।
এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। বক্তব্যকে ঘিরে চাপানউতোর শুরু হয়েছে। এই মন্তব্যকে একেবারে হালকাভাবে নেয়নি বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস কড়া ভাষায় জবাব দিয়ে বলেন, বাজার গরম করার জন্য তৃণমূল নেতারা এমন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। হুমকি দিয়ে লাভ নেই, সাহস থাকলে দেখাক গৃহবন্দি করে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে এই ধরনের হুমকি চরম দুর্ভাগ্যজনক। প্রশাসনের উচিত এমন মন্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। যদিও এখনও পর্যন্ত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে কৌশিক বটব্যালের বক্তব্য সম্পর্কে কোনও প্রতিক্রিয়া আসেনি।