কদিন আগেই বিজেপি নেতা তথা প্রাক্তন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ তাঁর বাড়িতে নোটিশ পাঠায়। কিন্তু সেই নোটিশে সাড়া দেননি অর্জুন সিং। আর এবার একেবারে ফুলফোর্স নিয়ে অর্জুন সিংয়ের বাড়িতে হাজির হল পুলিশ। যদিও তখন বাহুবলী বিজেপি নেতা বাড়িতে ছিলেন না। আজ, শুক্রবার সকালেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং জগদ্দল থানার পুলিশ হানা দেয় মজদুর ভবনে।
এদিকে আজ জগদ্দল থানায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আজ পুলিশের সামনে উপস্থিত হননি। অর্জুন সিং বাড়িতে থাকবেন না বলেই চিঠি দিয়েছিলেন তিনি। আগামী ২ জানুয়ারি পর্যন্ত তিনি থানায় যেতে পারবেন না বলে আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে দিয়েছিলেন পুলিশের কাছে। কিন্তু কেন অর্জুন সিং যেতে পারবেন না? এই প্রশ্নের উত্তর তাতে ছিল না বলে অভিযোগ। নোটিশ পেয়ে না আসার পরই মজদুর ভবনে পুলিশ অফিসাররা পৌঁছে যান। আর বেশ কিছুক্ষণ তাঁরা ওই বাড়িতে থাকেন। কিন্তু বাড়িতে ছিলেন না অর্জুন সিং।
আরও পড়ুন: প্রাক্তন আচার্য মনমোহন সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ বিশ্বভারতী, বাতিল সমস্ত অনুষ্ঠান
অন্যদিকে এই নোটিশ পেয়ে না আসা এবং বাড়িতে না থাকার বিষয়টি খতিয়ে দেখতে শুরু করল পুলিশ। দু’দিন আগে ভাটপাড়ার বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছিলেন। এমনকী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খুনের আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–সহ রাজ্য পুলিশের সঙ্গে জেহাদিদের যোগ থাকার অভিযোগ তোলেন এই বিজেপি নেতা। তারপরই বাড়িতে এল পুলিশ। এই বিষয়ে অর্জুন সিংয়ের সঙ্গে সংবাদমাধ্যম যোগাযোগ করলে তিনি বলেন, ‘পুলিশ মমতার নির্দেশে কাজ করছে। আমাকে যখন তখন ডাকলে যেতে পারব না।’
এছাড়া ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি অর্জুন সিংয়ের তোলা অভিযোগের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাক্তন বিজেপি সাংসদকে তলব করা হয়েছিল। অর্জুন সিংকে ইমেল মারফত নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়েও নোটিশ দেয় জগদ্দল থানার পুলিশ। কিন্তু আজ শুক্রবার অর্জুন সিং জগদ্দল থানায় যাননি। সাংবাদিক বৈঠক করে অর্জুন বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল টার্গেট শুভেন্দু অধিকারী। হামলাকারীদের সেফ প্যাসেজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।’