অবৈধ দখলদারির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে রেল। হাওড়া-বর্ধমান মেন লাইনের দেবীপুর স্টেশনেও বেশ কয়েকজন হকারকে কয়েক মাস আগে সরিয়ে দেওয়া হয়েছিল। তারই প্রতিবাদে এবার পথে নামলেন বিজেপি কর্মীরা। শনিবার দলীয় পতাকা নিয়ে দেবীপুর স্টেশনে রেল অবরোধ করেন কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক। তাঁদের বক্তব্য, গরিব মানুষের স্বার্থে আঘাত লাগে এমন কাজকে তাঁরা কখনও সমর্থন করবেন না। তাঁদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন স্থানীয় ব্যবসায়ীরাও। এর ফলে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
আরও পড়ুন: হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বিরাটি স্টেশনে, রেল অবরোধ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবীপুর স্টেশনের কাছে রেলগেট সংলগ্ন এলাকায় আগে ৮০টির মতো দোকান ছিল। তবে মাসখানেক আগে সেই দোকানগুলিকে সরিয়ে দেয় রেল। এতদিন সেই জায়গাটি ফাঁকা ছিল। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছিল জায়গাটি। তবে সম্প্রতি সেখানে একটি টোটো স্ট্যান্ড হয়েছে। আর তাতেই ক্ষেপে ওঠেন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, যদি রেলের জায়গায় টোটো দাঁড়াতে পারে, তাহলে তারা কেন ব্যবসা করতে পারবেন না। সেই দাবিতেই রেল অবরোধ করা হয়।
স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, আরপিএফ এবং রেলের আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা বলেছেন। আধিকারিকদের কাছে ব্যবসায়ীরা নিজেদের দাবি-দাওয়া জানিয়েছেন। এ বিষয়ে আধিকারিকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। সেই আশ্বাস পাওয়ার পরেই অবরোধ তুলে নেওয়া হয়। জানা গিয়েছে, প্রায় আধ ঘণ্টা ধরে রেল অবরোধ চলে। এর ফলে দুটি বর্ধমান লোকাল লাইনে দাঁড়িয়ে পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।