শহরের অগ্নিকাণ্ড নিয়ে এখনও তোলপাড় অবস্থা চলছে। তার মধ্যেই এবার বসিরহাটে রেল বস্তিতে বিধ্বংসী আগুন লাগল। একের পর এক দমকল সেখানে উপস্থিত হয়েছে এই বিধ্বংসী আগুনের মোকাবিলা করতে। আজ, শনিবার এই আগুনের লেলিহান শিখা দেখে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। এই আগুনের তীব্রতায় পুড়ে ছারখার হয়ে গিয়েছে ভ্যাবলা রেল গেট সংলগ্ন এলাকার বস্তি। গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষজন। সামনে বর্ষা আসছে। তার আগে এমন ক্ষতি হয়ে যাওয়ায় হাপিত্যেশ করতে বসেছেন গ্রামবাসীরা।
এদিকে এই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক বাড়ি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ঘটনাস্থলে ছুটে এসেছে রেলপুলিশ ও দমকল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার অন্তর্গত হাসনাবাদ লাইনের ভ্যাবলা রেল স্টেশন সংলগ্ন বস্তিতে কেমন করে এই ভয়াবহ আগুন লাগল তা কেউ বুঝতে পারছেন না। তবে ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক বাড়ি। চোখের সামনে দেখতে হয়েছে বাড়িঘর সব জ্বলছে। এই দেখে অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। তবে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেনি। যেটা ঘটেছিল কলকাতার বড়বাজারের মেছুয়া হোটেলে।
আরও পড়ুন: গ্রামবাসীর দাবিকে মান্যতা দিয়ে পাকা সেতু গড়ছে রাজ্য, কৃষ্ণনগরে শিলান্যাস বিধায়কের
অন্যদিকে শনিবার দুপুর ২টো নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনায় হাহাকার শুরু হয়ে যায়। কারণ যেটুকু মাথার উপর আশ্রয় ছিল সেটা মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে গেল। গ্রামের গরিব মানুষজন এখন আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলছেন। এই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলেই একের পর এক বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট রেলপুলিশ। দমকলের পক্ষ থেকে শুরু হয় আগুন নেভানোর রুদ্ধশ্বাস লড়াই। কেমন করে এই আগুন লাগল? তার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।